সৈয়দ শামসুল হক

( ২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬, উইকিপিডিয়া )

সব্যসাচী লেখক হিসেবে খ্যাত সৈয়দ শামসুল হক বাংলাদেশের প্রখ্যাত একজন সাহিত্যিক, যিনি একাধারে কবিতা, ছোটগল্প, নাটক, উপন্যাস, কাব্যনাট্য, প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখাতেই স্বচ্ছন্দে বিচরণ করেছেন। ৬২ বছরের দীর্ঘ লেখক-জীবনে তিনি সাহিত্যকর্ম ছাড়াও চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কাজও করেছেন। সৈয়দ শামসুল হক এর বই দর্শক ও সমালোচক উভয় সমাজেই ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি দীর্ঘ সাহিত্যজীবনে ভূষিত হয়েছেন বিভিন্ন পুরস্কারে, যেগুলোর মধ্যে 'বাংলা একাডেমি পুরস্কার', 'আদমজী সাহিত্য পুরস্কার' এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত 'একুশে পদক' উল্লেখযোগ্য। এছাড়াও তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।

কলাম

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

ইতিহাস

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

চিঠিপত্র

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

প্রবন্ধ

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গান

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।

গল্প

    সংশ্লিষ্ট গ্রন্থ পাওয়া যায় নি।