আহিতাগ্নি
এটি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক আহমেদ ছফা-এর একটি গানের গ্রন্থ যা ২০০১ সালে প্রথম প্রকাশিত হয়। আহমেদ ছফার মোট কবিতাগ্রন্থ ছয়টি। এর মধ্যে 'গো-হাকিম' ও এই গ্রন্থটিকে গানের বই বলা হয়। তবে অনেকে এটিকে আবার কবিতার বই বলে থাকেন। তবে এই গানগুলো কবিতার গোত্রভুক্ত কিনা তা যাঁরা কবিতা নিয়ে কাজ করেন তাঁরাই ভালো বলতে পারবেন। এখানে গ্রন্থটিকে গানের গ্রন্থ হিসেবেই উল্ল্যেখ করা হলো। গ্রন্থটির গানগুলোর কোনোটির শিরোনাম না থাকায় প্রথম লাইনকে শিরোনাম ধরা হয়েছে। এতে মোট ৬১টি গান রয়েছে।
সূচীপত্র
- ঘর করলাম নারে আমি
- আমি তাকিয়ে শুধু থাকি
- পোড়া বাঁশি তুই কেঁদে কেঁদে বল
- প্রতিদিনের ধরা-ছোঁয়ায়
- তনু দেহের তনিমা
- ওই যে জ্যোতির পুঞ্জলোকে
- চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রাবতী
- আমার সব শেকড়ে
- কমলহীরার দীপ্তি ভরা
- ফুলে ফুলে ছাওয়া নিকুঞ্জতল
- তোমার ঘরে যাওয়ার পথটি
- ঘরে পরে তফাত আমার
- রাঙা শাড়ির আঁচল তোমার
- আমার কি যেন কি নাই
- গেল বছর কনকচাঁপা
- আমি গেলে তো আর ফিরব না
- সারা জনম করে গেলাম দেখার ছলনা
- আমারে কি পারবে তুমি
- ওরে তোরা মিছি মিছি পথ আগলে
- চরণতলের ধুলো লই
- কে করেছে আমার মত
- ফুল ফোটানো সহজ কথা নয়
- আমি যখন চলে যাব
- কোথাও কেউ নেই
- দাঁড়ের ময়না কীসব কথা বলে
- আমার কথা কইবে পাখি
- বন্ধু আমার সখা আমার
- নয়নে নয়ন রেখে আপন ভুলে হেসেছি
- জগত ভরিয়া দিব
- শিউলি ফুলের নামে আমার নাম
- তোমার মত কেউ কখনো
- আমি ফিরব না ফিরব না
- যে যার আপন ঘরে চলে
- তুমি যখন ডাক দিয়েছ
- জানি না, জানি না
- আপন হাতে সোহাগ ভরে
- সুরের রসে বাতাস ভাসে
- এখনো বালিকা সে
- তোমার এ প্রেম
- আমি সখা তোমার হাতের
- সখি! মৃদুমন্দ পবন বেগে
- তুমি আমার অভিমানের
- ঘর হল না দোর হল না
- আমার মনে অহরহ
- স্মৃতির রেখায় ঝিলিক হানে
- ওরে ও পাগলা বাউল
- তোমার বিরাট তোমার অসীমে
- মহাকাশের রক্ত পুষ্প
- নিন্দুকেরা বলে শত্রুদলে কয়
- সাঁঝে ফোটে জবার কলি
- চোখের তারা ওই তরুতে
- আকাশ বাতাস নদীর জলে
- দুষ্টু বলে খারা
- পদ্মদীঘির উপর দিয়ে
- কত আর দেখবি ওরে মন
- যৌবন চাঁদে রাহুর ছোঁয়া
- মাকাল ফলে দলে দলে
- মায়ার খাঁচার দ্বার খুলে দে
- সুন্দরী তোর রূপের চমক নয়ন মনে উদ্ভাসি
- এই দেশেরই মাটির সুরে
- সোনার ধানের ওড়না পরা সাগর পাড়ের চর