আহিতাগ্নি

( ২০০১ )

এটি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক আহমেদ ছফা-এর একটি গানের গ্রন্থ যা ২০০১ সালে প্রথম প্রকাশিত হয়। আহমেদ ছফার মোট কবিতাগ্রন্থ ছয়টি। এর মধ্যে 'গো-হাকিম' ও এই গ্রন্থটিকে গানের বই বলা হয়। তবে অনেকে এটিকে আবার কবিতার বই বলে থাকেন। তবে এই গানগুলো কবিতার গোত্রভুক্ত কিনা তা যাঁরা কবিতা নিয়ে কাজ করেন তাঁরাই ভালো বলতে পারবেন। এখানে গ্রন্থটিকে গানের গ্রন্থ হিসেবেই উল্ল্যেখ করা হলো। গ্রন্থটির গানগুলোর কোনোটির শিরোনাম না থাকায় প্রথম লাইনকে শিরোনাম ধরা হয়েছে। এতে মোট ৬১টি গান রয়েছে।

সূচীপত্র