বাণী

( ১৯১০ )

এটি রজনীকান্ত সেন-এর একটি গীতিকাব্য যা ১৯১০ সালে (১৩১৭ বঙ্গাব্দ) কলকাতায় বেঙ্গল মেডিকেল লাইব্রেরী হতে প্রথম প্রকাশিত হয়। 'বাণী' রজনীকান্ত সেনের সাহিত্য সাধনার প্রথম দিকের গানের বই যা তাকে তৎকালীন গানের জগতে খ্যাতি এনে দিয়েছিলো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সারা জাগানো 'মায়ের দেওয়া মোটা কাপড়' এই গীতিকাব্যের অন্তর্গত। এতে মোট ৬৪টি গান রয়েছে।

সূচীপত্র