বাউলকবি রাধারমণ গীতি সংগ্রহ

( )

বাউল কবি রাধারমণ এর লেখা প্রায় এক হাজার গানের বিশাল সংগ্রহ নিয়ে এই বইটি প্রকাশিত হয় ভারতের আগরতলায় ফেব্রুয়ারি ২০০৯ সালের বইমেলায়। গানগুলোর বিষয় ভাগ কিছুটা দুরূহ হওয়ায় সম্পাদক মুখ্য ভাবের আধারে এবং প্রচলিত রাধাকৃষ্ণলীলা বিষয়ক গানকে বৈষ্ণব পদাবলীর অনুসরণে 'গোষ্ঠ', 'পূর্বরাগ', 'অনুরাগ', 'মান', 'অভিসার', 'বিরহ', 'মিলন' ইত্যাদির নিরিখে ভাগ করেছেন। 'গুরুপদ', 'নাম মহাত্মা', 'প্রার্থনা' বিষয়ক পদকে একত্রে 'প্রার্থনা'র শীর্ষকেই গ্রন্থিত করেছেন। 'দেহতত্ত্ব', 'বাউল' ও 'সহজিয়া' গীতসমূহ একত্রে 'সহজিয়া' শীর্ষকে সন্নিবেশিত করেছেন।

সূচীপত্র