ভালো বাসতে বাসতে ফতুর করে দেবো

( )

এটি কবি ত্রিদিব দস্তিদার-এর কাব্যগ্রন্থ যা ১৯৯৯ সালের ১৪ই এপ্রিল (পয়লা বৈশাখ, ১৪০৬ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন আনোয়ার ফরিদী ও আবু সিদ্দিক, ম্যাগনাম ওপাস, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। এর গ্রন্থস্বত্ব ছিলো কবির নিজের নামে। হস্তলিপি ত্রিদিব দস্তিদার। প্রচ্ছদ ও পেইন্টীং মাহবুব কামরান। আলোকচিত্র আনিসুল হক। কম্পউটার গ্রাফিক্স মোবারক হোসেন লিটন। পরিবেশক ঘাস ফুল নদী, ৮৪, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। এতে মোট ৩৬টি কবিতা রয়েছে।

সূচীপত্র