বলাকা

( ১৯১৬ )

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যা ১৯১৬ সালে প্রকাশিত হয়। এতে উতসর্গ অংশে লিখিত কবিতা সহ মোট ৪৬টি কবিতা রয়েছে। তবে কোনো কবিতায় শিরোনাম ব্যবহার না করে সব কবিতায় সংখ্যার ক্রম ব্যবহার করা হয়েছে। তাই কবিতার প্রথম লাইনকে শিরোনাম হিসেবে ব্যবহার করা হলো।

সূচীপত্র