বুলবুল (দ্বিতীয় খণ্ড)

( )

১৩৫৯ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ( ২৫ মে, ১৯৫২ ) এই গীতিকাব্যটি কলকাতা থেকে প্রকাশিত হয়। কবিপত্নী প্রমীলা নজরুল ইসলাম এই গীতিকাব্যের নামকরণ করেন। এতে মোট ১০১টি গান রয়েছে। কবিপত্নীর লিখিত ভূমিকা অনুসারে বুঝা যায় কবির আধুনিক গানগুলি সংকলন করে 'বুলবুল' গ্রন্থের 'দ্বিতীয় খণ্ড' প্রকাশ করা হয়। গ্রন্থটির পরিবেশক ছিলেন ডি এম লাইব্রেরি। উল্লেখ্য যে 'বুলবুল' গ্রন্থের 'প্রথম খণ্ড' প্রকাশিত হয়েছিলো ১৯২৮ সালে।

সূচীপত্র