ছড়া

( বিশ্বভারতী, ভারত, ১৯৪১ )

রবীন্দ্রনাথের জীবদ্দশায় এই গ্রন্থের মুদ্রণ শুরু হলেও প্রথম প্রকাশ হয় ১৯৪১ সালে উনার মৃত্যুর পর। গ্রন্থের পাণ্ডুলিপিতে ছড়াগুলোর শিরোনাম না দিয়ে সংখ্যা দিয়ে ক্রমান্বয়ে সাজানো হয়েছে। কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা ও সাময়িকীতে এই ছড়াগুলো অনেকগুলো শিরোনামে মুদ্রিত হয়েছিলো। তাই প্রকাশক সেসব শিরোনামের ও প্রথম প্রচারের তালিকা অনুসারে কবিতাগুলোর শিরোনাম দিয়েছেন।