চিত্রবিচিত্র

( বিশ্বভারতী, ভারত, ১৯৫৪ )

রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ যা ১৯৫৪ সালে (শ্রাবণ ১৩৬১) প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীসুধাংশু শেখর ঘোষ, মুদ্রক সপ্না প্রিন্টিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড কলকাতা। প্রচ্ছদ চিত্রে ছিলেন নন্দলাল বসু। ছোটো ছেলে-মেয়েদের আনন্দপ্রদ ও পাঠোপযোগী এমন কতগুলো কবিতা নিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়। এতে মোট ৩৪টি কবিতা রয়েছে।