চক্রবাক

( ডি. এম. লাইব্রেরি, ভারত, ১৯২৯, উইকিপিডিয়া )

এটি কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ যা ১৯২৯ সালের ১২ই আগষ্ট মাসে (ভাদ্র ১৩৩৬) প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রী গোপালদাস মজুমদার; ডি. এম. লাইব্রেরি, ৬১, কর্ণওয়ালিশ ষ্ট্রিট, কলিকাতা। এর মুদ্রণে ছিলেন কলিকাতা হতে শ্রীসজনীকান্ত দাস, প্রবাসী প্রেস, ৯১, আপার সার্কুলার রোড। ১৯২৯ সালের জানুয়ারিতে কাজী নজরুল ইসলাম আবার চট্টগ্রামে আসেন এবং তামাকুমণ্ডিতে অবস্থান করেন। এ-সময় চক্রবাকের সূচনা কবিতা (ওগো ও চক্রবাকী) 'বাদল-রাতের পাখি', 'স্তব্ধ-রাতে', 'বাতায়ন-পাশে গুবাক তরুর সারি', 'কর্ণফুলী', 'শীতের সিন্ধু' এবং অন্যান্য গ্রন্থভুক্ত আরও কবিতা ও গান রচিত হয়। অধ্যাপিকা সেলিনা বাহার জামানের কাছে রক্ষিত পাণ্ডুলিপিতে দেখা যায়, 'শীতের সিন্ধু' কবিতাটি 'সিন্ধু-চতুর্থ তরঙ্গ' রূপে রচিত হয়। মনে হয়, ছন্দের পার্থক্যের কারণে পরে কবি এর ভিন্ন নাম দেন। উৎসর্গ কবিতাটি ছাড়াও এতে আরোও ২১টি কবিতা রয়েছে।