চতুর্দ্দশপদী-কবিতাবলি

( শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বসু কোং, ভারত, ১৮৬৬ )

কবি মাইকেল মধুসূদন দত্ত-এর কাব্যগ্রন্থ যা ১৮৬৬ সালে (১২৭৩ বঙ্গাব্দ) প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বসু। এটি মুদ্রিত হয় কলকাতার স্টেনহোপ প্রেসে। বাংলা ভাষায় মাইকেল মধুসূদন দত্তই প্রথম চতুর্দশপদী কবিতা রচনা করেন যাকে সনেট বলা হয়। তৎকালীন সময়ে তিনি ইউরোপে বাস করে এই কবিতাগুলো প্রকাশককে মুদ্রনের জন্য পাঠিয়ে দেন যা বাংলা কবিতার ইতিহাসে ইউরোপ হতে মুদ্রিত হতে আসা প্রথম কবিতার বই। উপক্রম ১ ও ২ এবং সহ এতে মোট ১০২টি কবিতা রয়েছে।

সূচীপত্র