দেশদ্রোহী হতে ইচ্ছে করে
কবি শামসুর রাহমানের কবিতা গ্রন্থ যা প্রথম ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম প্রকাশিত হয়েছে।
সূচীপত্র
- সমুদ্র ছিনিয়ে নেয়
- সত্যাসত্য
- শেষ উপদেশ
- রাজা, তুমি
- মগজে গোধূলি আর হাড়ে রঙিন কুয়াশা
- ভেসে যায় সৌরলোকে
- ভাগ্যিস মৃত্যুর সঙ্গে
- বুড়ো সুড়ো একজন
- বন্দনার পাখি
- পুকুর
- ধৈর্যশীল চোখ
- দেশদ্রোহী হতে ইচ্ছে করে
- ডুবসাঁতার
- চিত্রনাট্য
- চিড়িয়াখানার কিউরেটার সমীপে
- ঘর-বাড়ি ধ্বসে পড়ে
- গোলাপ গাছ
- গৃহদাহ
- গল্পটি আমার প্রিয়
- কোথাও পাবে না খুঁজে কেউ
- কৃতাঞ্জলি
- কফিন, দোলনচাঁপা এবং কোকিল
- একটি মোনাজাতের খসড়া
- আশৈশব এক আলোকাতরতা
- আলমারি
- আর্জান সর্দার
- আমি কি গলায় তবে
- আমি উঠে এসেছি সৎকারবিহীন
- আমার ঘুমের মধ্যে
- অনাশ্রয়ে
- অক্ষরের ধারণ ক্ষমতা