ধলমেলা

( চারুমুদ্রণ, বাংলাদেশ, ১৯৯০ )

এটি বাউল সম্রাট শাহ আবদুল করিম-এর একটি গীতিগ্রন্থ যা ১৯৯০ সালের ১৪ই ফেব্রুয়ারি (১লা ফাল্গুন, ১৩৯৬ বঙ্গাব্দ) সিলেটের তালতলায় প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ও মুদ্রক ছিলেন চারুমুদ্রণ। এতে মেলা বিষয়ক ২টি গানসহ 'পয়ার-ছন্দে' ধলমেলার বিবরণ ছাপা হয়। গান দুটির মধ্যে প্রথমটি 'পয়লা ফাল্গুনে আইলো ধলের মেলা' গানটি নতুনভাবে লিখিত এবং 'ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে' গানটি পূর্বে ১৯৮১ সালে প্রকাশিত ‘কালনীর ঢেউ’ থেকে পুনর্মুদ্রিত। এতে মোট তিনটি গান রয়েছে। তবে একটি কবিতা পূর্ব প্রকাশিত বই-এ প্রকাশিত হওয়ায় এখানে পুণরায় প্রকাশিত হলো না।