ধূসর পান্ডুলিপি

( সিগনেট প্রেস, ভারত, ১৯৩৬ )

"ধূসর পান্ডুলিপি" কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থটি যা ১৯৩৬ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। যে কাব্যগ্রন্থ গুলো দিয়ে বাংলা আধুনিক কবিতার যাত্রা শুরু হয়েছিলো বলে মনে করা হয়, তার মধ্যে জীবনানন্দ দাশের এই গ্রন্থটি অন্যতম বলে অনেকেই মনে করেন। গ্রন্থটিতে লেখকের স্বকীয় কাব্য কৌশল পরিস্ফুট হয়ে উঠেছে। এতে মোট ৩৫টি কবিতা রয়েছে।