দিকশূল
কবি কাজি নজরুল ইসলাম রচিত গ্রন্থ যা পরবর্তীতে চলচ্চিত্রে সংযোজিত হয়। এ চলচ্চিতের কাহিনীকার উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। সংলাপ: উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ও ভোলানাথ মিত্র। চিত্রনাট্য প্রেমাঙ্কুর আতর্থী, মনুজ ভঞ্জ। পরিচালনায়: প্রেমাঙ্কুর আতর্থী। গীতিকার: কাজী নজরুল ইসলাম, প্রণব রায় ও ভোলানাথ মিত্র। সঙ্গীত পরিচালনা: পঙ্কজকুমার মল্লিক। নিউ থিয়েটার্স প্রযোজিত 'দিকশূল' ১৯৪৩ সালের ১৪ই আগষ্ট একযোগে কলকাতার মিনার, বিজলি ও ছবিঘর প্রেক্ষাগৃহে মুক্তি লাভ করে।