দুর্বিন শাহ সমগ্র

বাউল গানের 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহ'র অমর কীর্তি 'প্রেমসাগর পল্লীগীতি' এর ছয়টি খণ্ড, 'পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি' এবং 'অগ্রন্থিত গানগুলো' নিয়ে দুর্বিন শাহ'র লভ্য রচনাসমগ্রকে একত্রকরণের মাধ্যমে গানগুলোকে বাংলা ভাষাভাষী মানুষের নিকট ছড়িয়ে দেওয়ার প্রয়াসে এই বইটি প্রকাশিত হয়। এটি প্রস্তুতকালে সংগীত শিল্পী অতীন্দ্র দেবনাথ টুটুল সংকলনটির প্রয়োজনে সার্বক্ষণিক দুর্বিন শাহ'র পরিবারের সাথে যোগাযোগ রেখেছেন। পরিবার থেকে জানা যায়, বিভিন্ন সময় গানের মঞ্চে তাৎক্ষণিকভাবে রচিত অধিকাংশ গান সংরক্ষণের অভাবে শিল্পী নিজেই হারিয়ে ফেলেছিলেন। দুর্বিন শাহ গবেষক সুমনকুমার দাশ ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে একুশে বইমেলায় এই গ্রন্থটি প্রকাশ করেন। এর প্রকাশক ছিলেন মোস্তফা সেলিম, উৎস প্রকাশন, ১২৭ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। মুদ্রক সানজানা প্রিণ্টার্স, নয়াপল্টোন, ঢাকা। প্রচ্ছদ নিলয় হাসান। দুর্বিন শাহ'র তিন ছেলের মধ্যে বড়ো দুই ছেলে (জাহান শরীফ ও আজম শরীফ) ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন। তাই তার ছোট ছেলে মো. আলম শরীফ অরফে আলম শাহ পিতার পথ অবলম্বন করে সংগীত সাধনায় মগ্ন রয়েছেন। সুমনকুমার দাশ মো. আলম শরীফের নিকট থেকে প্রেরিত বিভিন্ন গ্রন্থ ও তথ্য এই বইটির সম্পাদনার কাজে ব্যবহার করেছেন। গ্রন্থটিতে মোট গানের সংখ্যা ৩৫৪টি। পূর্বে প্রকাশিত ‘প্রেমসাগর পল্লীগীতি’ ও ‘পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি’ গ্রন্থসমূহে প্রকাশিত গানগুলোকে বাদ দিয়ে ৪২টি গান পাওয়া যায় যা এখানে প্রকাশ করা হলো।

সূচীপত্র