গীতিগুঞ্জ

এটি কবি অতুলপ্রসাদ সেন-এর একটি গীতিকাব্য যা ১৯৩১ সালে (১৩৩৮ বঙ্গাব্দে) কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক শ্রীপুলিনবিহারী সেন। সম্পাদক 'গ্রন্থপ্রকাশন সমিতি, সাধারণ ব্রাহ্মসমাজ'। মুদ্রক ছলেন শ্রীমণীন্দ্রকুমার সরকার। এতে সূচনা অংশের গান সহ মোট ২০২টি গান রয়েছে। বাংলা ভাষার বিখ্যাত গান 'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!' এই গীতিকাব্যের অন্তর্গত।

সূচীপত্র