গীতিগুঞ্জ
এটি কবি অতুলপ্রসাদ সেন-এর একটি গীতিকাব্য যা ১৯৩১ সালে (১৩৩৮ বঙ্গাব্দে) কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক শ্রীপুলিনবিহারী সেন। সম্পাদক 'গ্রন্থপ্রকাশন সমিতি, সাধারণ ব্রাহ্মসমাজ'। মুদ্রক ছলেন শ্রীমণীন্দ্রকুমার সরকার। এতে সূচনা অংশের গান সহ মোট ২০২টি গান রয়েছে। বাংলা ভাষার বিখ্যাত গান 'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!' এই গীতিকাব্যের অন্তর্গত।
সূচীপত্র
- মিছে তুই ভাবিস মন
- আমারে ভেঙে ভেঙে
- মন রে আমার, তুই শুধু বেয়ে যা দাঁড়
- ওহে নীরব, এসো নীরবে
- তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা রবে না
- আমি তোমার ধরব না হাত
- কোথা হে ভবের কাণ্ডারী
- কে হে তুমি সুন্দর
- আহা মরি মরি
- তব পারে যাব কেমনে, হরি
- বিফল সুখ-আশে
- কি আর চাহিব বলো, হে মোর প্রিয়
- আমারে এ আঁধারে
- কিষাণ ভাই, তুমি, কি ফসল ফলাবে এমন মাঠে
- তোর কাছে আসব মা গো
- প্রভু, মন নাহি মানে
- ক্ষমিয়ো হে শিব, আর না কহিব
- বিঘ্নহরণ সুখবিধায়ক নায়ক একছত্র বিশ্বেশ্বর
- এ মধুর রাতে বলো কে বীণা বাজায়
- প্রভাতে যাঁরে নন্দে পাখি
- আমার আবার যখন প্রভাত হবে
- আমার চোখ বেঁধে ভবের খেলায়
- আমায় রাখতে যদি আপন ঘরে
- চিত্তদুয়ার খুলিবি কবে মা
- মানুষ যখন চায় আমারে, তোমারে চাই নে হরি
- ওহে জগতকারণ, এ কি নিয়ম তব
- দাও হে ওহে প্রেমসিন্ধু, দাও এ নবীন যুগলে
- তোমারি উদ্যানে তোমারি যতনে উঠিল কুসুম ফুটিয়া
- হরি, তোমারে পাব কেমনে
- তোমায় ঠাকুর, বলব নিঠুর কোন্ মুখে
- হে অজানা, আমি তোমায় জানব কবে
- রইল কথা তোমারি, নাথ, তুমিই জয়ী হলে
- লয়ে যাও প্রভু, আজি
- মিলিল আজি পথিক দু জন
- আর দে দে বলব না তোরে
- তখনই তোরে বলেছিনু মন
- বুঝেছি হে ছদ্মবেশী, ছলনা তোমার
- আর কতকাল থাকব বসে দুয়ার খুলে
- যদি দুখের লাগিয়া গড়েছ আমায়
- সংসারে যদি নাহি পাই সাড়া
- যবে মানবের বিচারশালায় অবিচার পাব দান
- হে দীনবন্ধু, পার করো
- হরি হে, তুমি আমার সকল হবে কবে
- পরানে তোমারে ডাকি নি হে হরি
- তবু তোমারে ডাকি বারে বারে
- দিয়েছিলে যাহা গিয়াছে ফুরায়ে
- আমার পরান কোথা যায়, কোথা যায় উড়ে
- সে ডাকে আমারে
- ওগো নিঠুর দরদী, এ কি খেলছ অনুক্ষণ
- ওগো সাথী, মম সাথী, আমি সেই পথে যাব সাথে
- তব চরণতলে সদা রাখিয়ো মোরে
- এড়াতে পারলে না আজ প্রভাতে
- এসো গো একা ঘরে একার সাথী
- যখন তুমি গাওয়াও গান তখন আমি গাই
- আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার
- ওরে বন, তোর বিজনে সংগোপনে কোন্ উদাসী থাকে
- মেঘেরা দল বেঁধে যায় কোন্ দেশে
- প্রকৃতির ঘোমটাখানি খোল্ লো বধূ
- কে গো তুমি বিরহিণী, আমারে সম্ভাষিলে
- আমার ঘুম-ভাঙানো চাঁদ
- বন দেখে মোর মনের পাখি
- বাদল ঝুম্ ঝুম্ বোলে
- ঝরিছে ঝর ঝর গরজে গর গর
- আজি এ নিশি, সখী, সহিতে নারী
- মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে
- জাগো বসন্ত, জাগো এবে
- সন্ধ্যাতারা জ্বলিছে গগনে
- প্রভাতকালে তুলিব ফুল
- যাব না, যাব না, যাব না ঘরে
- দোলে যামিনী-কোলে
- জল বলে, চল্ মোর সাথে চল্
- আইল আজি বসন্ত মরি মরি
- উঠ গো ভারত-লক্ষ্মী, উঠ আদি জগত-জন-পূজ্য
- বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে
- মোরে কে ডাকে- ‘আয় রে বাছা, আয় আয়’
- হও ধরমেতে ধীর, হও করমেতে বীর
- দেখ্ মা, এবার দুয়ার খুলে
- কতকাল রবে নিজ যশ-বিভব-অন্বেষণে
- কঠিন শাসনে করো মা, শাসিত
- জাগো জাগো, জাগো এবে
- মোদের গরব, মোদের আশা
- ভারত-ভানু কোথা লুকালে
- খাঁচায় গান গাইব না আর খাঁচায় ব’সে
- নূতন বরষ, নূতন বরষ
- পরের শিকল ভাঙিস পরে
- তাহারে ভুলিবে বলো কেমনে
- কাঙাল বলিয়া করিয়ো না হেলা
- জানি জানি তোমারে গো রঙ্গরানী
- কে তুমি বসি নদীকূলে একেলা
- কে গো তুমি আসিলে অতিথি মম কুটিরে
- বঁধু এমন বাদলে তুমি কোথা
- ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা
- আজি স্বরগ-আবাস তুমি এসো ছাড়ি
- আমার মনের ভগন দুয়ারে সহসা তুমি কে গো, তুমি কে
- চাঁদিনী রাতে কে গো আসিলে
- ভাঙা দেউলে মোর কে আইলে আলো হাতে
- কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে
- একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে
- আমার মনের মন্দিরে এসো গো নবীন বালিকা
- এসো গো ধনী, হৃদয়কুঞ্জে
- ওগো আমার নবীন শাখী
- মোর আজি গাঁথা হল না মালা
- আমার বাগানে এত ফুল, তবু কেন চলে যায়
- শুধু একটি কথা কহিলে মোরে
- আমায় ক্ষমা করিয়ো যদি তোমারে জাগায়ে থাকি
- তুমি দাও গো দাও মোরে পরান ভরি দাও
- মিনতি করি তব পায়
- কার লাগি সজল আঁখি, ওগো সুহাসিনী
- ফিরায়ে দিয়েছ যারে, সেই তব বিনোদন
- তব অন্তর এত মন্থর আগে তো তা জানি নি
- সখা, দিয়ো না দিয়ো না মোরে এত ভালোবাসা
- করুণ সুরে ও কি গান গাও
- ওহে হৃদিমন্দিরবাসী, আজি লও গো বিদায়
- আমি অলকে পরিতে পড়ে গেল মালা
- বঁধু, ধরো ধরো মালা, পরো গলে
- কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া
- তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে
- আমি ব’সে আছি তব দ্বারে
- কে গো গাহিলে পথে ‘এসো পথে’ বলিয়া
- হে পান্থ, বারেক ফিরে চাও মম মুখপানে
- মন হ’রে কে পালাল গো
- মম মনের বিজনে আমি মিলিব তব সনে
- ওগো, সুখ নাহি চাই
- বলো সখী, মোরে বলো বলো
- বঁধু, ক্ষণিকের দেখা তবু তোমারে
- বলো গো সজনী, কেমনে ভুলিব তোমায়
- ভুলো না জীবনমণি, ভুলো না আমায়
- কেন দেখা দিলে যদি দেখা নাহি দিবে আর
- আমি তাই ছাড়িতে সদা ভয় পাই
- যাও যাও, জানাতে এসো না ভালোবাসা
- আমি কি দেখিব তোমায় হে
- তোমার নয়ন-পাতে ঘুচিয়া গিয়াছে নিশা
- তাই ভালো দেবী, স্বপনেই তুমি এসো
- রাতারাতি করল কে রে তরা বাগান ফাঁকা
- নিজেরে লুকাতে পারি নি বলে লাজে হইনু সারা
- ওহে সুন্দর, যদি ভালো না বাস তবে যাও
- মুরলী কাঁদে রাথে রাথে ব’লে
- আপন কাজে অচল হলে
- নিচুর কাছে হতে নিচু শিখলি না রে মন
- আপনার হিত ভেবে ভেবে
- যাহারে দেখতে নারি তারেই আমি চাই গো
- যতই গড়ি সাধের তরী, যতই করি আশা
- সবারে বাস্ রে ভালো
- ভালোবাসা কত পাবি আর, হা রে খ্যাপা
- পাগলা, মনটারে তুই বাঁধ্
- তোরা জাগাস না লো পাগলারে
- যদি তোর হৃদ্-যমুনা হল রে উছল, রে ভোলা
- ভোল্ রে ভোলা, ভোল্
- ভোলা, তুই তাঁর চরণে মাথা ঠেকা
- আবার তুই বাঁধবি বাসা কোন্ সাহসে
- ওগো দুঃখী, কাঁদিছ কি সুখ লাগি
- থাকিস নে বসে তোরা সুদিন আসবে ব’লে
- নমো বাণী বীণাপাণি, জগত-চিত্ত-সম্মোহিনী
- এসো প্রবাসমন্দিরে
- থাকো সুখে তুমি থাকো সুখে, তুমি থাকো সুখে
- এসো হে এসো হে ভারতভূষণ, মোদের প্রবাসভবনে
- জয়তু জয়তু জয়তু কবি
- মিলন-সভা মাতাও আনন্দ-গানে
- প্রেমময়ে রাখিয়ো সদাই দোঁহে স্মরণে
- মা, তোর শীতল কোলে তুলে নে আমায়
- ওহে পুরজন, দাও কিছু ধন
- আদিরাগ ভৈরব নিদাগ-উষাগমে
- প্রবল ঘন মেঘ আজি
- শ্রাবণ-ঝুলাতে বাদল-রাতে
- গায় পঞ্চম রাগ মুক্ত গগনে, মুগ্ধ ভুবন
- উজ্জ্বল সমর-বেশে এসো নটনারায়ণ
- আইল শীত ঋতু হেমন্তের পরে
- নব রূপ হেরি আজি বিশ্ব বিমোহিত
- আজি হরষ সরসি কি জোয়ারা
- আয় আয়, আমার সাথে ভাসবি কে আয়
- রুমক ঝুমক রুম ঝুম নূপুর বাজে
- আনন্দে রুমক ঝুমু বাজে
- বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে
- ডাকে কোয়েলা বারে বারে
- মধুকালে এল হোলি- মধুর হোলি
- এসো দুজনে খেলি হোলি
- আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর
- এবার আসিলে তুমি সুন্দর বেশে
- সবাই কত নূতন কথা কয়
- এ বনেতে বনমালী, কোথা তব বনফুল
- ব’লে দে, ওরে নিঠুর মনের মালী
- এ আঁধারে কেন আসে, কেন হাসে
- হৃদে জাগে শুধু বিষাদরাগিণী
- তুমি কবে আসিবে মোর আঙিনায়
- কে যেন আমারে বারে বারে চায়
- বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে
- এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা
- এত হাসি আছে জগতে তোমার, বঞ্চিলে শুধু মোরে
- কেন যে গাহিতে বলে, জানে না, জানে না তারা
- বিধি, আর তো তোমারে নাহি ডরি
- আমার আঙিনায় আজি পাখি গাহিল এ কি গান
- ওগো দুঃখসুখের সাথী, সঙ্গী দিন রাতি, সংগীত মোর
- কত গান তো হল গাওয়া
- দিলদরিয়ায় বান ডেকেছে
- প্রবাসী, চল্ রে দেশে চল্
- ছিলে এ মরতে ওগো দয়াময়ী
- গাহো রবীন্দ্রজয়ন্তী-বন্দন
- কেন তারে পাই না দেখা নয়নে
- কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে
- মনোপথে এল বনহরিণী
- তুমি গাও, তুমি গাও গো
- যারা তোরে বাসলো ভালো