গণ-সঙ্গীত
এটি বাউল সম্রাট শাহ আবদুল করিম-এর একটি গীতিগ্রন্থ যা ১৯৫৭ সালের সেপ্টেম্বর মাসে সুনামগঞ্জের রায় প্রেস থেকে প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন ছনাওর রাজা। এতে মোট ১১টি গান রয়েছে।
সূচীপত্র
- এবারের দুর্দশার কথা
- এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
- আরে ও কৃষক মজুর ভাই
- স্বাধীন দেশের মানুষ আমরা দুর্দশা কেন যায় না
- মাথা নত করে আর বসব না ঘরে
- জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান
- জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
- আমরা স্বাধীন দেশে থাকি
- আর ঘুমে থেক না চাষি ভাই
- কত দুঃখ সইব পরাণে পাকিস্তানে
- ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই