হারানাে লেখা

( )

এটি সাহিত্যিক আহমদ ছফা'র অপ্রকাশিত বিভিন্ন প্রবন্ধকে সংকলন করে প্রকাশ করা হয়েছে। বইটি ছফা'র অকাল প্রয়াণের এক দশকেরও বেশী সময় পর প্রকাশিত হয়েছে। এ বইয়ে এমনসব লেখা স্থান পেয়েছে যেগুলাে আগে আহমদ ছফার অন্যকোনো গ্রন্থে অর্ন্তভুক্ত হয়নি। এ বইয়ের বড় চমক হচ্ছে আহমদ ছফার লেখক জীবনের প্রথম এবং শেষ দিককার লেখাগুলাে স্থান পেয়েছে। ফলে এ বই থেকে আহমদ ছফার চিন্তাচেতনার একটা ধারাবাহিকতা নিরূপণ করা পাঠকের জন্য সহজ হবে।