হাসু

( )

হাসু নামের ছোট্ট এক শিশুকন্যার প্রতি গভীর মমতা ও অনুরাগের ফসল ছড়া-কবিতা গ্রন্থ 'হাসু' (১৯৩৮)। 'হাসু'। প্রভাতকুমার মুখোপাধ্যায়ের পাচ/ছয় বছরের'ভাইঝি' হাসুর সাথে জসীমউদদীনের পরিচয় ও আলাপ হয় যে জসীম উদ্‌দীনের হৃদয়ের অনেকখানি দখল করে নিয়েছিল। ফুটফুটে এই মেয়েটির ভালোবাসায় অভিভূত জসীম উদ্‌দীন হাসুকে খুশি করার জন্যে আশ্রয় নিলেন পদ্যের। ছন্দে-ছন্দে ছড়া কেটে ভাব জমালেন তিনি হাসুর সঙ্গে। হাসুকে উপলক্ষ করে লেখা ছড়া-কবিতাগুলো ১৯৩৮ সালে একসঙ্গে করে প্রকাশিত হল ছোটদের জন্যে লেখা জসীম উদ্‌দীন এর প্রথম ছড়া কবিতা গ্রন্থ 'হাসু'।