জাগরণ হেমবর্ণ

( )

এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাব্যগ্রন্থ যা ১৯৭৪ সালের মে মাসে (২৫ বৈশাখ, ১৩৮১ বঙ্গাব্দ) কলকাতায় অরুণা প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয়। এতে মোট ৩৯টি কবিতা ও ৩টি রূপক গদ্দ রয়েছে। বইটি উৎসর্গ করা হয় 'বুদ্ধদেব বসু স্মরণে'। এর প্রচ্ছদশিল্পী ছিলেন পূর্ণেন্দু পত্রী। পরিবেশক সিগনেট বুকশপ।