যেতে পারি কিন্তু কেন যাব

এটি কবি শক্তি চট্টোপাধ্যায়-এর একটি কাব্যগ্রন্থ যা ১৯৮২ সালের মার্চ মাসে কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এটি কবির ৩২তম কাব্যগ্রন্থ। এর প্রচ্ছদ এঁকেছেন সুনীল শীল। গ্রন্থটি ১৯৮৩ সালে 'সাহিত্য আকাদেমি পুরষ্কার ' প্রাপ্ত। ১৯৮৩ সালে কবি তাঁর এই কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। এবং পরবর্তীতে ১৯৯৪ সালে 'আই ক্যান, বাট হোয়াই শুড আই ' শিরোনামে জয়ন্ত মহাপাত্র কর্তৃক ইংরেজি ভাষায় এটির অনুবাদ প্রকাশিত হয়। ১৯৯৯ সালে 'যা সাকি ছি কিন্তু কিয়ে যাও ' শিরোনামে রাম চরণ ঠাকুর কর্তৃক মৈথিলী ভাষায় এটির অনুবাদ প্রকাশিত হয়। গ্রন্থটিতে মোট ৫৩টি কবিতা রয়েছে।

সূচীপত্র