ঝরা পালক‎

( বেঙ্গলি পাবলিশার্স, ১৯২৭ )

জীবনানন্দ দাশের কবিতাগ্রন্থ যা ১৯২৭ সালে প্রথম প্রকাশিত হয়েছিলো। এটি জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ। এই কবিতাগ্রন্থের মাধ্যমে তার নামের পদবী 'দাশগুপ্ত' থেকে বদলে 'দাশ' হয়। এটি সম্পাদনা করেছেন শ্রীসুধীরচন্দ্র সরকার। এতে মোট ৩৫টি কবিতা রয়েছে।