জীবনানন্দ রচনাবলী-১

( গতিধারা প্রকাশনী, বাংলাদেশ, ১৯৯৯ )

কবি জীবনানন্দ দাশ এর একটি কাব্যগ্রন্থ যা ১৯৯৯ সালে কবির শততম জন্মদিনে প্রকাশিত হয়। এটি সম্পাদনা করেছেন দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। গ্রন্থটি গতিধারা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই সিরিজের মোট তিনটি গ্রন্থ রয়েছে যার প্রথমটিতে রয়েছে কবিতা ও কয়েকটি চিঠি, ২য়টিতে উপন্যাস ও ৩য়টিতে গল্প। এই সিরিজের "রচনাবলী-১" তে মূলত কবির বিভিন্ন সময়ে প্রকাশিত মূল গ্রন্থগুলোর সব কবিতা একত্রে প্রকাশিত হয়েছে। এতে কবিতার পাশাপাশি বিভিন্ন সময়ে লিখিত গানের ১৫টি গান ও কবির অনুবাদিত ও নতুন লিখিত মোট ১২টি ইংরেজি কবিতাও রয়েছে। তাই একক গ্রন্থ হিসেবে প্রকাশিত যেসব কাব্যগ্রন্থগুলো আমাদের সাইটে পূর্বেই প্রকাশিত হয়েছে; তা বাদ দিয়ে বাকি সব কবিতা এবং চিঠি (এর শেষের দিকে 'পরিশিষ্ঠ – ২' অংশে কবির লিখিত ৮টি চিঠি রয়েছে) এখানে ক্রম অনুসারে তুলে দেওয়া হলো যার মোট সংখ্যা ১৮৮টি।

সূচীপত্র