জীবনানন্দ রচনাবলী-১
"জীবনানন্দ রচনাবলী-১" কবি জীবনানন্দ দাশ এর একটি কাব্যগ্রন্থ যা ১৯৯৯ সালে কবির শততম জন্মদিনে প্রকাশিত হয়। এটি সম্পাদনা করেছেন দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। গ্রন্থটি গতিধারা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই সিরিজের মোট তিনটি গ্রন্থ রয়েছে যার প্রথমটিতে রয়েছে কবিতা ও কয়েকটি চিঠি, ২য়টিতে উপন্যাস ও ৩য়টিতে গল্প। এই সিরিজের "রচনাবলী-১" তে মূলত কবির বিভিন্ন সময়ে প্রকাশিত মূল গ্রন্থগুলোর সব কবিতা একত্রে প্রকাশিত হয়েছে। এতে কবিতার পাশাপাশি বিভিন্ন সময়ে লিখিত গানের ১৫টি গান ও কবির অনুবাদিত ও নতুন লিখিত মোট ১২টি ইংরেজি কবিতাও রয়েছে। তাই একক গ্রন্থ হিসেবে প্রকাশিত যেসব কাব্যগ্রন্থগুলো আমাদের সাইটে পূর্বেই প্রকাশিত হয়েছে; তা বাদ দিয়ে বাকি সব কবিতা এবং চিঠি (এর শেষের দিকে 'পরিশিষ্ঠ – ২' অংশে কবির লিখিত ৮টি চিঠি রয়েছে) এখানে ক্রম অনুসারে তুলে দেওয়া হলো যার মোট সংখ্যা ১৮৮টি।
সূচীপত্র
- বর্ষ-আবাহন
- বেদূঈন
- আঁধারের যাত্রী
- মোর আঁখিজল
- ভারতবর্ষ
- রামদাস
- নিবেদন
- কোহিনূর
- অলকা
- ঝরা ফসলের গান
- পলাতক
- যুবা অশ্বারোহী
- পলাতকা
- কবি
- পরবাসী
- আদিম
- আমরা
- আজ
- রবীন্দ্রনাথ
- বাতাসের শব্দ এসে
- অনুভব
- শ্রুতি-স্মৃতি
- ‘ওয়র্ডস্ওয়র্থ ইন্ ট্রপিকস্’ প’ড়ে
- মহাত্মাজি
- ক্রান্তিবলয়
- তিমির সূর্যে
- নিজেকে নিয়মে ক্ষয়
- সমস্ত দিন অন্ধকারে
- চারি-দিকে নীল হ’য়ে আকাশ ছড়িয়ে আছে
- নিবিড়তর
- মৃত্যু আর মাছরাঙা
- নব হরিতের গান
- দেশ কাল সন্ততি
- শতাব্দীর মানবকে
- মৃত্যুসাগর সরিয়ে
- রবীন্দ্রনাথ
- কখনও নক্ষত্রহীন
- জন্মতারকা
- মহাজিজ্ঞাসা
- অনেক রাত্রিদিন
- পরস্পর
- ভোরের কবি জ্যোতির কবি
- আমাদের বুদ্ধি আজ
- টেবিলে অনেক বই
- কখনও মুহূর্ত
- সুদীর্ঘকাল তারার আলো
- কবের সে রাত্রি আজ
- ঊনিশশো চৌত্রিশের
- এই সব পাখি
- হঠাৎ তোমার সাথে
- ভয় ভুল মৃত্যু গ্লানি
- মহানারীপাশ
- যখন দিনের আলো নিভে আসে
- নক্ষত্রমঙ্গল
- রাত্রি অনিমেষ
- হে হৃদয়
- শহর বাজার ছাড়িয়ে
- এখন এ পৃথিবীতে
- মানুষের কবেকার অপলক সরলতা
- নক্ষত্রেরা অন্ধকারের পটভূমির থেকে
- তবুও মনকে ঘিরে
- শরীরিণীকে
- জল
- যেন তা কল্যাণ সত্য চায়
- যদিও আজ তোমার চোখে
- এখন আকাশে রাত
- কে কবিতা লেখে
- বর্ষবিদায়
- মনমর্মর
- বিজয়ী
- নারীসূর্য
- আঁধার থেকে উঠে এসে
- নক্ষত্র, কেমন ক’রে জেগে থাক
- ঘুমায়ে পড়িতে হবে একদিন
- যতদিন আলো আছে
- হৃদয়ের ক্লান্তি ভুলে
- অন্তরে চাই না তাপ
- নক্ষত্র হারায়ে ফেলে
- তুমিও মৃত্যুর মতো
- আকাশের বুক থেকে
- আমি যদি কোনও দিন
- দূর পথে জন্ম নিয়ে
- লাল মানুষের মতো
- আবার দেখেছি স্বপ্ন
- অনেক আকাঙ্ক্ষা নিয়ে
- কোথায় পেয়েছ তুমি
- পৃথিবীর সাথে চ’লে
- এ-হৃদয় শুধু এক সুর জানে
- বাহিরের ডাক ছেড়ে
- জীবনের যতদিন কেটে গেছে
- এক দিন, মনে আছে
- সিন্ধুর ঢেউয়ের মতো
- মৃত্যুরে বেসেছি ভালো
- সমুদ্রের পারে এই
- যেদিন ফুরাব আমি
- পৃথিবীর যেই পারে থাকি
- যদি আমি গেয়ে থাকি
- ডুবারির ছেলেগুলো
- সে এক বালক আছে
- শুধু এক সত্য আছে
- অনেক শতাব্দী ঝ’রে চ’লে গেছে
- আলো আর আঁধারের পানে
- সমুদ্র
- সেখানে জন্মেছে ব্যথা
- ডেকে নিয়ে গিয়েছিল তাহাদের
- অদ্ভুত সিন্ধুর ঘ্রাণ বুকে
- টাইটানের মতো তারা
- চোখের জলের মতো
- সেই দূর পাতালের
- টাইটান- মায়ের মতো সিন্ধু
- সন্ধ্যার প্রথম তারা
- সমুদ্র
- নদী
- কখন আসিবে চোখ ঘুমে
- আশ্বিন কার্তিক রাত এইখানে
- সময়ের কাছ থেকে
- এ ও সে
- শিকার
- আজ বিকেলের ধূসর আলোয় (গান)
- রাতের আঁধারে নীল নীরব সাগরে (গান)
- সারা-দিন আমি কোথায় ছিলাম (গান)
- পৃথিবীতে যত ইতিহাসে যত ক্ষয় (গান)
- অন্ধকারের ঘুমসাগরের রাতে (গান)
- আজ সকালের এই পৃথিবীর আলো (গান)
- আমরা যেন মেঘের আলোর ভিতর (গান)
- ঘুমের হাওয়া, ঘুমের আলো (গান)
- দেশ-সময়ের ক্রান্তি রাতে আজ (গান)
- কাউকে ভালোবেসেছিলাম (গান)
- তোমার সাথে আমার ভালোবাসা (গান)
- ভোরের বেলায় তুমি আমি (গান)
- ধ্বনি পাখির আলো নদীর স্মরণে (গান)
- মকরসংক্রান্তি প্রাণে (গান)
- মনে পড়ে আমি ছিলাম (গান)
- তোমার সাথে আমার ভালোবাসা
- এ কি আলো! এ কি আঁধার
- শোনো- শোনো- নীলকণ্ঠ পাখিরা
- আলো দূরে- আরও দূরে
- তোমার সবিতা ভালোবেসে
- যারা এই জীবনের স্বাদ পেতে চায়
- যদিও প্রেমের মৃত্যু হ’য়ে গেছে
- ঘুমাও; কারণ, ঘুমের মাঝে
- আমার হাতের কাজ অন্ধকারে
- মনে হ’ল- হয়তো যেতেছি আমি ম’রে
- সাদা হাঁস খেলা করে
- এই বার ছুটি পেয়ে
- অন্ধকারে খ্যেঁকশিয়ালিরা
- যখন অনেক স্বপ্ন দেখা শেষ
- সেই ফুল মেখে দেব আমি তার চুলে
- আমরা হতেছি বুড়ো
- পড়িবে না তোমার এ-লেখা
- নিজেরে অনেক ভেবে
- তুমি চ’লে আসো কাছে
- আমি সব ছেড়ে দিয়ে
- শীত রাত আসিতেছে নেমে
- তোমার চোখের নিচে আমি
- নিজের পাখার হিমে কেঁপে
- রাত্রির বাতাসে
- নক্ষত্রের পথে
- সে জাহাজ দেখেছে কি কেউ?
- এতো দিন পরে
- এক দিন যারে আমি চাহিয়াছি
- থোকা থোকা ঘাসের ভেতর
- যতবার নক্ষত্রেরা জাগিয়াছে
- ক্ষণিকালয়
- সময় ঝরিছে মৃদু শিশিরের মতো
- পূর্বাভাস
- আমরা পাথরের তলে জীবাণুর মতো
- ভোর
- নক্ষত্রের রাতে
- আকাশে সাতটি তারা
- I Have Felt The Breath
- Banalata Sen
- Meditations
- Darkness
- The Cat
- Sailor
- The Sky is Red
- The Country Side
- CHORUS
- Children
- নীলিমা
- চিঠি-১
- চিঠি-২
- চিঠি-৩
- চিঠি-৪
- চিঠি-৫
- চিঠি-৬
- চিঠি-৭
- চিঠি-৮