জন্মই আমার আজন্ম পাপ

( ১৯৭৩ )

দাউদ হায়দারের কাব্যগ্রন্থ যা ১৯৭৩ সালের নভেম্বর মাসে প্রথম প্রকাশিত হয়। কবিতাগুলো ‘৬৯ থেকে ‘৭৪-এ রচিত। এর প্রচ্ছদ শিল্পী ডক্টর নওয়াজেশ আহমদ এবং কালাম মাহমুদ, পঞ্চদশ সংস্করণঃ ২১ ফেব্রুয়ারি, ২০১০। এর প্রকাশনায় ছিলো নওরোজ সাহিত্য সংসদ, ঢাকা, প্রচ্ছদ ও নামাঙ্কন কবি নিজেই ছিলেন।

সূচীপত্র