জন্মই আমার আজন্ম পাপ
দাউদ হায়দারের কাব্যগ্রন্থ যা ১৯৭৩ সালের নভেম্বর মাসে প্রথম প্রকাশিত হয়। কবিতাগুলো ‘৬৯ থেকে ‘৭৪-এ রচিত। এর প্রচ্ছদ শিল্পী ডক্টর নওয়াজেশ আহমদ এবং কালাম মাহমুদ, পঞ্চদশ সংস্করণঃ ২১ ফেব্রুয়ারি, ২০১০। এর প্রকাশনায় ছিলো নওরোজ সাহিত্য সংসদ, ঢাকা, প্রচ্ছদ ও নামাঙ্কন কবি নিজেই ছিলেন।
সূচীপত্র
- জন্মই আমার আজন্ম পাপ
- জর্ণাল: স্মৃতিচিত্র
- আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
- চলে এলুম
- আলোর গভীরে
- আমি তো প্রেমিক নই
- নিজস্ব মানুষ
- একটি বালক
- কার জন্যে ভালবাসা
- বাংলাদেশ
- তুমিই আমার প্রেমিকা
- স্বদেশ, তোমার মুখ
- প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
- মিছিলে তোমার মুখ
- মায়ের চোখে
- প্রেম
- তোমার ছায়া
- অলৌকিক বিকেল
- একটি নিষিদ্ধ কবিতা
- তুমি আমার কবিতা পড়োনা
- না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
- আমরা যেন খাঁচায় পোষা পাখি
- আমার ভালবাসা
- একটি ভালবাসার মুখ
- একদিন কেউ কাউকে চিনবে না
- নিরপরাধ বৃক্ষমূল
- অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
- একলা হাতে
- হেলেনের মতো চুম্বন
- ভালোবাসার বাগান থেকে
- আমার পিতাকে
- আমিও শহীদ হয়ে যাবো
- স্বগত কবিতাগুচ্ছ: ১
- অন্তর্গত উজ্জ্বল বিষাদ
- আমার স্ত্রীর প্রতি
- একটি যথার্থ ভালবাসা
- জেব্রা ক্রসিং-এ
- চাঁদের ভেতরে একজন
- নগ্নতাই আমার সৌন্দৰ্য
- মধ্যরাতে রূপোলী চাঁদ
- খেলা
- আমি ভাল আছি, তোমরা?
- ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
- একদিন আমারো প্রেমিকা ছিলো
- আমাদের সফলতা, মৃত্যু
- কবিতার এলোমেলো ভেলা