কাব্য আমপারা

( করিম বখ্শ্ ব্রাদার্স প্রেস, কলকাতা, ১৯৩৩ )

এটি কবি কাজী নজরুল ইসলাম এর ইসলামের মহান গ্রন্থ 'আল কুরআন' এর ৩০ তম পারার বঙ্গানুবাদের ওপর ভিত্তি করে পদ্যানুবাদ। এটি ১৯৩৩ সালের ২৭ নভেম্বর (১৩৪০ বঙ্গাব্দের ১২ই অগ্রহায়ণ) করিম বখ্শ্ ব্রাদার্স প্রেস, ৯ আন্তনি বাগান লেন, কলিকাতা হতে মুদ্রিত ও প্রকাশিত হয়।