কালনীর কূলে
এটি বাউল সম্রাট শাহ আবদুল করিম-এর জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ গীতিগ্রন্থ যা ২০০১ সালের নভেম্বর মাসে লোকচিহ্ন প্রকাশনা, সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়। এর বর্ণবিন্যাসে ছিলো মাহমুদ কম্পিউটার, সিলেট এবং মুদ্রক উদয়ন অফসেট প্রেস, সিলেট। কবি বইটি তার পুত্র শাহ নূরজালালকে উৎসর্গ করেছেন। বইটিতে ১৯৮১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত লেখা সব গান অন্তর্ভুক্ত করা হয়েছে। গানগুলোকে 'আল্লা স্মরণ', 'নবি স্বরণ', 'ওলি স্মরণ', 'পির-মুর্শিদ স্মরণ', 'ভক্তিগীতি', 'মনঃশিক্ষা', 'দেহতত্ত্ব', 'বিচ্ছেদ' ও 'বিবিধ' ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এতে মোট ১৩৬টি গান রয়েছে। কবি তাঁর পুত্র শাহ নূরজালাল-কে বইটি উৎসর্গ করেন। ২০০৩ সালের ২৮জুন ফেব্রুয়ারি বাউল সম্রাট শাহ আবদুল করিম কবি শুভেন্দু ইমাম এর বাসায় কতিপয় করিম অনুরাগীর সাথে স্বয়ং উপস্থিত থেকে তাঁর রচিত গানগুলোর একটি রচনাসমগ্র প্রকাশের আগ্রহ প্রকাশ করেন। এর ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি ইতোপূর্বে প্রকাশিত বইগুলোর একটি করে কপি দেন 'শাহ আবদুল করিম রচনাসমগ্র' তৈরির জন্য। কবি তাঁর রচিত কিছু অপ্রকাশিত গান (১৫টি) ও তাঁর নিজের জীবনী নিয়ে 'পয়ারে লেখা' আত্মসৃতিমূলক কিছু গান (৭টি) পুত্র শাহ নূরজালালের মাধ্যমে কপি করিয়ে শুভেন্দু ইমামকে দেন। নানা আসরে গানগুলো গাওয়া হলেও তা পরবর্তীতে উনার মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনো গ্রন্থে স্থান পায়নি। তাই বাউল সম্রাটের জীবদ্দশায় প্রকাশিত এই গ্রন্থটির শেষ অংশে সেই অপ্রকাশিত ১৫টি গান ও আত্মসৃতিমূলক ৭টি গান যোগ করে দেওয়া হলো।
সূচীপত্র
- বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
- ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
- আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি
- দয়াল তুমি রাহমান রাহিম
- বিশ্বপতি খোদা তোমার
- দয়াল নাম শুনিয়া
- দয়া করো দয়াল তোমার
- জন্মিয়া শুনেছি ভবে তুমি আছ
- এ জগতে ডাকে তোমায়
- তোমার খেলা বুঝে উঠা ভার
- ডাকলে দয়া করো বলে
- দয়াল বলে ডাকে তোমায় কাঙালে
- আমি কী করিব রে
- নবির ভেদ কে জানতে পারে
- সর্বধনে ধনী তুমি
- ইয়ামন হতে আইলায় দয়াল
- শাহজালাল ইয়ামনি ওলির দরবারে
- ওগো শাহপরান আউলিয়া
- ওগো আল্লার ওলি শাহপরান
- খাজা তোমার নামের ধ্বনি
- পিরানে পির আমার
- প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- মরি হায় হায় রে গুণগান গাই
- আউলিয়া ইব্রাহিম মস্তান
- তোরা আও আও রে
- মুর্শিদের কাছে আমি কেন যাই
- মুর্শিদের প্রেমবাজারে
- লাইলাহা ইল্লাল্লাহ
- দমে দমে পড় জিকির
- আল্লাহর নাম লইলাম না রে
- প্রাণনাথ হে
- কাঙালের বন্ধু রে
- নাম সম্বলে ছাড়লাম তরী
- ডাকছে কাঙাল ওগো দয়াল
- কও গো দয়াল
- অকূলে পড়িয়া ডাকি
- আল্লার বাড়ি মক্কাশরিফ
- আসল কাজে ফাঁকি দিয়া রে
- মন পাগলা তুই লোকসমাজে
- ভবসাগরের নাইয়া
- মনমাঝি তোর মানবতরী
- ও মনমাঝি রে
- মন মুসল্লি ভাই
- হিংসাখোরগণ বলে এখন
- এয়ার কন্ডিশন মেশিন আছে
- আগে বাইদ্যার সঙ্গ না করে
- সাহস বিনা হয় না কখনো
- ঘৃণা লজ্জা ভয় থাকিতে
- কেউ বলে দুনিয়া দোজখ
- এলিম শিখলে আলেম হয় না
- আমি গান গাইতে পারি না
- মানবতত্ত্বের কী মাহাত্ম্য
- আমি আছি আমার মাঝে
- আমি তুমি, তুমি আমি
- আমি বলি আমার আমার
- ধনে হীন মানে হীন আমি
- আমি তো জানি না আমার
- আজ আছি কাল থাকব কি না
- ভবের জনম বিফল গেল
- মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে
- গাড়ি চলে না, চলে না
- দুঃখ কার কাছে জানাই
- আমি সাধ করে পরেছি গলে
- বড় সাধ করে গো সখি
- আমার মনের দুঃখ যত গো
- পিরিতি করিয়া বন্ধে
- আসি বলে গেল বন্ধু আইল না
- প্রাণবন্ধু বিনে গো
- বলো সখি প্রাণপাখি
- পিরিত করা প্রাণে মরা গো
- পিরিতে শান্তি মিলে না
- বন্ধুহারা জিতে মরা মনপ্রাণ উতলা
- বাঁচিব কেমনে গো
- ওগো প্রাণ-সই
- আর কতদিন গাইব গো সখি
- বন্ধু তো আইল না গো
- জীবন-অন্ত কালে গো সখি
- কও রে পথিক ভাই
- কালো রূপ দেখিতে চমৎকার
- কালার প্রেমের কেন পাগল হইলাম
- দারুণ পিরিতি বিষম ডাকাতি
- কী জাদু করিয়া বন্ধে
- প্রাণবন্ধুর পিরিতে আমার
- মনপ্রাণ দিয়াছি সোনা বন্ধুরে
- যে দুঃখ মোর মনে
- সোনার অঙ্গ পুড়ে আঙ্গার
- কও সজনী গুণমণি
- ও সখিগণ বল এখন
- প্রাণবন্ধু আসিতে গো
- শোনো গো সজনী
- প্রাণসখি গো
- বলো সখি প্রাণপাখি
- কী করি অবলা
- কেমনে ভুলিল বন্ধে আমারে
- এইভাবে আর
- আমি কুলহারা কলঙ্কিনী
- রঙের দুনিয়া তোরে চাই না
- রাই তোমারে বুঝাব কত
- ভ্রমরা রে, গুন গুন স্বরে গান গাও
- আমি তোমায় বন্ধু বলে ডাকব
- মনে তোরে চায় রে বন্ধু
- আমি তোমারে ভালোবাসি রে
- প্রাণনাথ
- বন্ধু দরদিয়া রে
- বন্ধুয়া রে, কী দোষে ছাড়িতে চাও মোরে
- আমি জ্বালায় জ্বলিয়া মরি রে বন্ধুয়া
- কার কাছে দাঁড়াব আমি বলো না
- বন্ধুয়া রে, কোন প্রাণে ছাড়িতে চাও বলো
- পিরিতের ফল রে বন্ধু বুঝিলাম এখন
- তুমি বোঝো না রে বন্ধু
- প্রাণবন্ধু কালা
- পিরিতি করিয়া সোনা বন্ধু রে
- আমারে বন্ধু তুমি মনে রাখিও
- আমি নি তোমার রে তুমি নি আমার রে
- তোমার প্রেমে মন হলো উদাসী
- ওগো পিয়ারি
- সরল তুমি নাম যে তোমার সরলা
- আর জ্বালা সয় না গো সরলা
- প্রাণে আর সহে না দারুণ জ্বালা
- ও নদী রে
- এবার ফসল ভালো দেখা যায়-বা চাচাজি
- ছেলেমেয়ে আছ যারা
- ওসমানীর স্মৃতিচিহ্ন
- রোজার পরে আইল
- ঈদের দিন আসিল রে
- শোনেন জনগণ
- মশারি নাই সুযোগ পাইল
- কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
- দিবানিশি শুনি গো
- শোনেন বন্ধুগণ
- সোনার মানুষ বলি তারে
- বড় ভাবী গো ভাইসাবরে
- কষ্ট করে আছি এখন বাইচ্চা
- কারে কী বলিব আমি
- আমরা দুইজন সুখী মোদের
- দুঃখ বলব কারে
- নাও যে গাঙে ডোবে না
- মন যদি হতে চাও মানুষ
- বন্ধু তুমি জীবনের জীবন
- পিরিত করে সুখ হইল না
- প্রাণনাথ বন্ধু আমার
- সে হইল গো নিষ্ঠুর কালিয়া
- পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে
- আর কি আশা পুরিবে আমার
- সোনা বন্ধে মোরে করিল উদাসী
- প্রেম রোগের ঔষধ নি গো সখি
- মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
- তোর সনে মোর ভাব রাখা দায়, সোনা বন্ধু রে
- মুর্শিদ বাবাজান
- আরে ও সর্বহারার দল
- সোনার বাংলার ঘরে ঘরে
- সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই
- ধল গ্রামে প্রথম যখন হলো ধলবাজার
- মুর্শিদি ভক্তিমূলক বাউল জারি সারি
- গানের আসরে যখন গান গাইতে যাই
- তখন সুনামগঞ্জে বহু গান গেয়েছি
- জীবনে কত আশার স্বপ্ন দেখলাম
- আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন