কালনীর কূলে

( ২০০১ )

এটি বাউল সম্রাট শাহ আবদুল করিম-এর জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ গীতিগ্রন্থ যা ২০০১ সালের নভেম্বর মাসে লোকচিহ্ন প্রকাশনা, সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়। এর বর্ণবিন্যাসে ছিলো মাহমুদ কম্পিউটার, সিলেট এবং মুদ্রক উদয়ন অফসেট প্রেস, সিলেট। কবি বইটি তার পুত্র শাহ নূরজালালকে উৎসর্গ করেছেন। বইটিতে ১৯৮১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত লেখা সব গান অন্তর্ভুক্ত করা হয়েছে। গানগুলোকে 'আল্লা স্মরণ', 'নবি স্বরণ', 'ওলি স্মরণ', 'পির-মুর্শিদ স্মরণ', 'ভক্তিগীতি', 'মনঃশিক্ষা', 'দেহতত্ত্ব', 'বিচ্ছেদ' ও 'বিবিধ' ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এতে মোট ১৩৬টি গান রয়েছে। কবি তাঁর পুত্র শাহ নূরজালাল-কে বইটি উৎসর্গ করেন। ২০০৩ সালের ২৮জুন ফেব্রুয়ারি বাউল সম্রাট শাহ আবদুল করিম কবি শুভেন্দু ইমাম এর বাসায় কতিপয় করিম অনুরাগীর সাথে স্বয়ং উপস্থিত থেকে তাঁর রচিত গানগুলোর একটি রচনাসমগ্র প্রকাশের আগ্রহ প্রকাশ করেন। এর ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি ইতোপূর্বে প্রকাশিত বইগুলোর একটি করে কপি দেন 'শাহ আবদুল করিম রচনাসমগ্র' তৈরির জন্য। কবি তাঁর রচিত কিছু অপ্রকাশিত গান (১৫টি) ও তাঁর নিজের জীবনী নিয়ে 'পয়ারে লেখা' আত্মসৃতিমূলক কিছু গান (৭টি) পুত্র শাহ নূরজালালের মাধ্যমে কপি করিয়ে শুভেন্দু ইমামকে দেন। নানা আসরে গানগুলো গাওয়া হলেও তা পরবর্তীতে উনার মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনো গ্রন্থে স্থান পায়নি। তাই বাউল সম্রাটের জীবদ্দশায় প্রকাশিত এই গ্রন্থটির শেষ অংশে সেই অপ্রকাশিত ১৫টি গান ও আত্মসৃতিমূলক ৭টি গান যোগ করে দেওয়া হলো।

সূচীপত্র