খোঁজে
এটি কবি বিভাবতী দেবী চৌধুরাণী-এর একটি কাব্যগ্রন্থ যা ১৯২৫ সালে (১৩৩২ বঙ্গাব্দে) প্রথম প্রকাশিত হয়। এটি প্রকাশিত হয়েছিল পোঃ মুক্তাগাছা, ময়মনসিংহ থেকে। এর প্রকাশক ছিলেন শ্রী প্রমোদরঞ্জন ভট্টাচার্য্য। বইটির প্রাপ্তিস্থান ছিল প্রকাশকের নিকট এবং অশুতোষ লাইব্রেরী, আলবার্ট লাইব্রেরী, ভট্টাচার্য্য এণ্ড সন্স প্রভৃতি কলিকাতা ও ঢাকার প্রধান প্রধান পুস্তকালয়। বইটি মুদ্রিত করেন এস. এ. গন্নি, ঢাকার অ্যালেক্সান্ড্রা প্রেস থেকে। গ্রন্থটির এর মূল বিষয়বস্তু হল মৃত্যুর পর আত্মার বিলীনতা ও পুনর্জন্ম। কবিতাগুলিতে তিনি মৃত্যুর পর তাঁর আত্মা প্রকৃতির বিভিন্ন উপাদানে মিশে যাওয়ার কল্পনা করেছেন এবং নতুন রূপে ফুটে উঠার কথা বলেছেন। এছাড়াও কবিতাগুলিতে প্রকৃতির বিভিন্ন ঘটনা ও উপাদানের মাধ্যমে মৃত্যুর পর আত্মার পুনর্জন্মের ধারণা প্রকাশ পেয়েছে, যেমন বাদল, বিদ্যুৎ, ফুল, শিশির ইত্যাদি। ভূমিকা অংশের কবিতাসহ এতে মোট ২১টি কবিতা রয়েছে।