কল্পনা

( বিশ্বভারতী, কলকাতা, ১৯০০ )

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যা ১৯০০ সালের এপ্রিল মাসে (২৩ বৈশাখ, ১৩০৭ বঙ্গাব্দে) কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীপুলিন বিহারী সেন। এটি তাপসী প্রেস, কলকাতা থেকে মুদ্রিত হয় যার মুদ্রাকর ছিলেন শ্রীসূর্যনারায়ণ ভট্টাচার্য। এতে মোট ৪৯টি কবিতা রয়েছে।