কল্পনা
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যা ১৯০০ সালের এপ্রিল মাসে (২৩ বৈশাখ, ১৩০৭ বঙ্গাব্দে) কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীপুলিন বিহারী সেন। এটি তাপসী প্রেস, কলকাতা থেকে মুদ্রিত হয় যার মুদ্রাকর ছিলেন শ্রীসূর্যনারায়ণ ভট্টাচার্য। এতে মোট ৪৯টি কবিতা রয়েছে।
সূচীপত্র
- বিদায়
- দুঃসময়
- বর্ষামঙ্গল
- চৌরপঞ্চাশিকা
- স্বপ্ন
- মদনভস্মের পূর্বে
- মদনভস্মের পর
- মার্জনা
- চৈত্ররজনী
- স্পর্ধা
- পিয়াসী
- পসারিনী
- ভ্রষ্ট লগ্ন
- প্রণয়প্রশ্ন
- আশা
- বঙ্গলক্ষ্মী
- শরৎ
- মাতার আহ্বান
- ভিক্ষায়াং নৈব নৈব চ
- হতভাগ্যের গান
- জুতা-আবিষ্কার
- সে আমার জননী রে
- জগদীশচন্দ্র বসু
- ভিখারি
- যাচনা
- বিদায়
- লীলা
- নববিরহ
- লজ্জিতা
- কাল্পনিক
- মানসপ্রতিমা
- সংকোচ
- প্রার্থী
- সকরুণা
- বিবাহমঙ্গল
- ভারতলক্ষ্মী
- প্রকাশ
- উন্নতিলক্ষণ
- অশেষ
- বর্ষশেষ
- ঝড়ের দিনে
- অসময়
- বসন্ত
- ভগ্ন মন্দির
- বৈশাখ
- রাত্রি
- অনবচ্ছিন্ন আমি
- জন্মদিনের গান (গান)
- পূর্ণকাম (গান)
- পরিণাম (গান)