কল্যাণী

( বেঙ্গল মেডিকেল লাইব্রেরী, ১৯১৬ )

এটি রজনীকান্ত সেন-এর একটি গীতিকাব্য যা ১৯১৬ সালে (কার্তিক ১৩২২ বঙ্গাব্দ) কলকাতায় বেঙ্গল মেডিকেল লাইব্রেরী হতে প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীযুক্ত গুরুদাস চট্টোপাধ্যায় । গীতিকাব্যটি কলকাতার এমারেল্ড্‌ প্রিণ্টিং প্রেস হতে শ্রীবিহারীলাল নাথ কর্তৃক মুদ্রিত হয়। 'কল্যাণী' রজনীকান্ত সেনের সাহিত্য সাধনার প্রথম দিকের গানের বই যা তাকে তৎকালীন গানের জগতে খ্যাতি এনে দিয়েছিলো। গ্রন্থটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ৬৮টি গান নিয়ে (‘ভক্তি-ধারা’ থেকে ‘মূলে ভুল’) প্রথম অংশ এবং ‘পুরোহিত’ থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় অংশ। এতে মোট ৮৬টি গান রয়েছে।

সূচীপত্র