কড়ি ও কোমল

( পীপ্ল্‌স লাইব্রেরি, ১৮৮৬ )

এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনকালে রচিত একটি কাব্যগ্রন্থ যা ১৮৮৬ সালে (১২৯৩ বঙ্গাব্দে) প্রকাশিত হয়। এটি সম্পাদিত করেন শ্রী আশুতোষ চৌধুরী এবং পীপ্ল্‌স লাইব্রেরি হতে এটি প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটির মুদ্রণে ছিলেন শ্রীকালিদাস চক্রবর্ত্তী। এতে মোট ১০৪টি কবিতা রয়েছে।

সূচীপত্র