মা নিষাদ

( )

জয় গোস্বামীর কাব্যগ্রন্থ যা ১৯৯৯ সালের জানুয়ারি মাসে কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এটি উতসর্গ করা হয় শক্তি চট্টোপাধ্যায়-র নামে। মূল গ্রন্থটি চিত্রশোভিত। শিল্পী শুভাপ্রসন্ন কবিতাগুলি পড়ে তাঁর উপলব্ধিকে প্রকাশ করেছেন চিত্রের মাধ্যমে। বাস্তবিক পক্ষে কাব্যগ্রন্থটি কবি ও শিল্পী শুভাপ্রসন্নর এক অনুপম যুগলবন্দি। এতে মোট ০৬টি কবিতা রয়েছে।