মহাপৃথিবী
"মহাপৃথিবী" কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ১৯৪৪ সালের জুলাই মাসে সিনগেট প্রেস পাবলিকেশন্স থেকে প্রকাশক নীলিমা দেবী প্রকাশিত করেন। এই কবিতার শেষ ১৮টি কবিতাকে "আমিষাশী তরবার" হিসেবে সূচিপত্রে প্রকাশিত হয়েছে। 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থ প্রথমবার প্রকাশিত হওয়ার পর নতুন-গ্রথিত কবিতাগুলো যেন আলাদা ক'রে সনাক্ত করা যায়, তাই "আমিষাশী তরবার" নাম দিয়ে তাদের পৃথক করা হয়েছে। "আমিষাশী তরবার" এই অংশের শেষ তিনটি কবিতা ওই সময়ে রচিত হলেও 'শ্রেষ্ঠ কবিতা' যা ১৯৫৪ সালে প্রকাশিত হয় সেই গ্রন্থ ভিন্ন অন্য কোনো গ্রন্থে প্রাপ্য নয়। এতে মোট (২৬+১৮) ৪৪টি কবিতা রয়েছে।
সূচীপত্র
- নিরালোক
- সিন্ধুসারস
- ফিরে এসো
- শ্রাবণরাত
- মুহূর্ত
- শহর
- শব
- স্বপ্ন
- বলিল অশ্বত্থ সেই
- আট বছর আগের একদিন
- শীতরাত
- আদিম দেবতারা
- স্থবির-যৌবন
- আজকের এক মুহূর্ত
- ফুটপাথে
- প্রার্থনা
- ইহাদেরি কানে
- সূর্যসাগরতীরে
- মনোবীজ
- পরিচায়ক
- বিভিন্ন কোরাস
- প্রেম অপ্রেমের কবিতা
- মনোকণিকা (সংযোজিত)
- সুবিনয় মুস্তফী (সংযোজিত)
- অনুপম ত্রিবেদী (সংযোজিত)
- একটি নক্ষত্র আসে (সংযোজিত)
- মৃৎ মাংস
- হঠাৎ মৃত
- অগ্নি
- উদয়াস্ত
- মৃত্যু
- সন্ধিহীন, স্বাক্ষরবিহীন
- শান্তি
- হে হৃদয়
- ১৩৩৬-৩৮ স্মরণে
- ঘাস
- সমিতিতে
- কোরাস
- দোয়েল
- সমুদ্র-পায়রা
- জর্নাল: ১৩৪৬
- পৃথিবীলোক
- সিন্ধুসারস (আদি লেখন)
- আমিষাশী তরবার