মহাপৃথিবী

( ১৯৪৪ )

"মহাপৃথিবী" কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ১৯৪৪ সালের জুলাই মাসে সিনগেট প্রেস পাবলিকেশন্স থেকে প্রকাশক নীলিমা দেবী প্রকাশিত করেন। এই কবিতার শেষ ১৮টি কবিতাকে "আমিষাশী তরবার" হিসেবে সূচিপত্রে প্রকাশিত হয়েছে। 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থ প্রথমবার প্রকাশিত হওয়ার পর নতুন-গ্রথিত কবিতাগুলো যেন আলাদা ক'রে সনাক্ত করা যায়, তাই "আমিষাশী তরবার" নাম দিয়ে তাদের পৃথক করা হয়েছে। "আমিষাশী তরবার" এই অংশের শেষ তিনটি কবিতা ওই সময়ে রচিত হলেও 'শ্রেষ্ঠ কবিতা' যা ১৯৫৪ সালে প্রকাশিত হয় সেই গ্রন্থ ভিন্ন অন্য কোনো গ্রন্থে প্রাপ্য নয়। এতে মোট (২৬+১৮) ৪৪টি কবিতা রয়েছে।