মানসী

( ১৮৯০ )

এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যা প্রথম প্রকাশিত হয় ১৮৯০ সালে (১০ পৌষ ১২৯৭ বঙ্গাব্দ)। এর প্রকাশক ছিলেন শ্রীঅশোক মুখপাধ্যায়, বিশ্বভারতী গ্রন্থালয়, কলকাতা। মুদ্রণে ছিলো ম্যাসকট প্রেস, কলকাতা। 'মানসী' কাব্যগ্রন্থটি কাব্যকলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবিকাশের প্রথম পরিচয় যেখানে তিনি নানাবিধ ছন্দের সফল শৈল্পিক প্রয়োগ করেছেন। এখানে তিনি যুক্তাক্ষরকে পূর্ণ মূল্য দিয়ে অর্থাৎ দুই মাত্রা ধরে ছন্দের প্রয়োগ করেন। প্রকাশক এতে যেসব যুক্তাক্ষরকে দুই অক্ষর হিসেবে লিখা হয়েছে তা সম্পর্কে বলেছেন 'এই গ্রন্থের অনেকগুলি কবিতায় যুক্তাক্ষরকে দুই-অক্ষর-স্বরূপ গণ্য করা হইয়াছে। সেরূপ স্থলে সংস্কৃত ছন্দের নিয়মানুসারে যুক্তাক্ষরকে দীর্ঘ করিয়া না পড়িলে ছন্দ রক্ষা করা অসম্ভব হইবে। 'নিম্নে' 'স্বচ্ছ' এবং 'উর্ধ্বে এই কয়েকটি শব্দে তিন মাত্রা গণনা না করিলে পয়ার ছন্দ থাকে না।' এই গ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে।

সূচীপত্র