মানসী
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যা প্রথম প্রকাশিত হয় ১৮৯০ সালে (১০ পৌষ ১২৯৭ বঙ্গাব্দ)। এর প্রকাশক ছিলেন শ্রীঅশোক মুখপাধ্যায়, বিশ্বভারতী গ্রন্থালয়, কলকাতা। মুদ্রণে ছিলো ম্যাসকট প্রেস, কলকাতা। 'মানসী' কাব্যগ্রন্থটি কাব্যকলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবিকাশের প্রথম পরিচয় যেখানে তিনি নানাবিধ ছন্দের সফল শৈল্পিক প্রয়োগ করেছেন। এখানে তিনি যুক্তাক্ষরকে পূর্ণ মূল্য দিয়ে অর্থাৎ দুই মাত্রা ধরে ছন্দের প্রয়োগ করেন। প্রকাশক এতে যেসব যুক্তাক্ষরকে দুই অক্ষর হিসেবে লিখা হয়েছে তা সম্পর্কে বলেছেন 'এই গ্রন্থের অনেকগুলি কবিতায় যুক্তাক্ষরকে দুই-অক্ষর-স্বরূপ গণ্য করা হইয়াছে। সেরূপ স্থলে সংস্কৃত ছন্দের নিয়মানুসারে যুক্তাক্ষরকে দীর্ঘ করিয়া না পড়িলে ছন্দ রক্ষা করা অসম্ভব হইবে। 'নিম্নে' 'স্বচ্ছ' এবং 'উর্ধ্বে এই কয়েকটি শব্দে তিন মাত্রা গণনা না করিলে পয়ার ছন্দ থাকে না।' এই গ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে।
সূচীপত্র
- উপহার
- ভুলে
- ভুল-ভাঙা
- বিরহানন্দ
- ক্ষণিক মিলন
- শূন্য হৃদয়ের আকাঙ্ক্ষা
- আত্মসমর্পণ
- নিষ্ফল কামনা
- সংশয়ের আবেগ
- বিচ্ছেদের শান্তি
- তবু
- একাল ও সেকাল
- আকাঙ্ক্ষা
- নিষ্ঠুর সৃষ্টি
- প্রকৃতির প্রতি
- মরণস্বপ্ন
- কুহুধ্বনি
- পত্র
- সিন্ধুতরঙ্গ
- শ্রাবণের পত্র
- নিষ্ফল প্রয়াস
- হৃদয়ের ধন
- নিভৃত আশ্রম
- নারীর উক্তি
- পুরুষের উক্তি
- শূন্য গৃহে
- জীবনমধ্যাহ্ন
- শ্রান্তি
- বিচ্ছেদ
- মানসিক অভিসার
- পত্রের প্রত্যাশা
- বধূ
- ব্যক্ত প্রেম
- গুপ্ত প্রেম
- অপেক্ষা
- দুরন্ত আশা
- দেশের উন্নতি
- বঙ্গবীর
- সুরদাসের প্রার্থনা
- নিন্দুকের প্রতি নিবেদন
- কবির প্রতি নিবেদন
- গুরু গোবিন্দ
- নিষ্ফল উপহার
- পরিত্যক্ত
- ভৈরবী গান
- ধর্মপ্রচার
- নববঙ্গদম্পতির প্রেমালাপ
- প্রকাশবেদনা
- মায়া
- বর্ষার দিনে
- মেঘের খেলা
- ধ্যান
- পূর্বকালে
- অনন্ত প্রেম
- আশঙ্কা
- ভালো করে বলে যাও
- মেঘদূত
- অহল্যার প্রতি
- গোধূলি
- উচ্ছৃঙ্খল
- আগন্তুক
- বিদায়
- সন্ধ্যায়
- শেষ উপহার
- মৌন ভাষা
- আমার সুখ