মদিনা
এটি কবি নজরুলের গীতিআলেখ্য যা প্রথম প্রকাশিত হয় ১৯৪১ সালে। এখানে প্রকাশিত সংস্করণটি "নজরুল ইন্সটিটিউট পত্রিকা" থেকে প্রথম প্রকাশিত হয় ১৯৮৫ সালের মে মাসে (জ্যৈষ্ঠ ১৩৯২ সালে)। এই গীতিআলেখ্যটির সংগ্রাহক আবদুল আজিজ আল-আমান। কবির সহকর্মী সুরেশচন্দ্র চক্রবর্তী জানিয়েছিলেন কেবলমাত্র বেতারের জন্য নজরুল এমন প্রায় একশত'র মতো গীতিআলেখ্য রচনা করেছিলেন রেকর্ড কোম্পানির জন্য। কবি পাণ্ডুলিপি থেকে উনি জানান যে কবি নিজেই এটিকে কিছু সংলাপ সহ 'মদিনা' নাটিকা নামে অভিহিত করে লিখেছিলেন "আমার 'মদিনা' নাটক"। কবি প্রথমেই এর কাহিনীটি মনে মনে স্থির করে নিয়েছিলেন তারপর গানগুলি লিখে গেছেন পরপর। পূর্বলিখিত অনেক গানও এতে স্থান পেয়েছে তবে অধিকাংশ গানই কাহিনীর পরিবেশ ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয়েছে। এর কাহিনীটি মিলনান্তক। কবি আবদুল কাদির সম্পাদিত এবং বাংলা একাডেমী প্রকাশিত 'নজরুল-রচনাবলী' ৮ম খণ্ডে (জন্মশতবর্ষ সংস্করণ, ফেব্রুয়ারি ২০১৮) মদিনা নাটকের ৪৩টি গান রয়েছে। তবে ২৮ ও ২৯ নং গানটি (আজ নিশীথে অভিসার তোমার পথে) একই হওয়ায় আমাদের লিস্টে ২৯নং গানটি বাদ দেওয়া হয়েছে। এখানে ৪২টি গান রইলো।
সূচীপত্র
- ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- মহুয়া বনে আধো নিশীথ রাতে বেণুকা বাজায়ে
- একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
- চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা
- আরক্ত কিংশুক কাঁপে মালতীর বক্ষ ভরি
- মদিনা! মদিনা! কেন তোমার এত অহংকার
- আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে
- ঘরে যদি এলে প্রিয়
- তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরও
- বঁধু জাগাইল এ কোন্ পরম সুন্দরের তৃষা
- মদিনা! মদিনা! মদিনা
- মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
- গত রজনীর কথা পড়ে মনে
- গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে
- রেশমি চুড়ির তালে কৃষ্ণ-চূড়ার ডালে
- এলো ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে
- ভালোবাসার ছলে আমায়
- সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া
- দুরন্ত বায়ু পুরবইয়াঁ
- বুলবুলি নীরব নার্গিস-বনে
- নূরজাহান! নূরজাহান!
- আন গোলাপ-পানি, আন আতরদানি গুলবাগে
- নিশিরাতে রিম ঝিম ঝিম বাদল-নূপুর
- দোলন-চাঁপা বনে দোলে, দোল-পূর্ণিমা রাতে
- আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
- অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা চির-চেনা
- না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো জবার ফুল
- আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম
- কার মঞ্জীর রিনিঝিনি বাজে-চিনি চিনি
- নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
- বল সখী বল ওরে সরে যেতে বল
- নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না
- এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা
- আমার গানের মালা আমি করব কারে দান
- রুম ঝুম রুম ঝুম কে বাজায়
- শুকনো পাতার নূপুর পায়ে
- পলাশ ফুলের গেলাস ভরি
- মম তনুর ময়ূর সিংহাসনে
- আবার ভালবাসার সাধ জাগে
- শোনো ও সন্ধ্যামালতী বালিকা তপতী
- বেণুকা ওকে বাজায় মহুয়া-বনে
- ইরানের রূপ-মহলের শাহজাদি শিরী! জাগো