মদিনা

( )

এটি কবি নজরুলের গীতিআলেখ্য যা প্রথম প্রকাশিত হয় ১৯৪১ সালে। এখানে প্রকাশিত সংস্করণটি "নজরুল ইন্সটিটিউট পত্রিকা" থেকে প্রথম প্রকাশিত হয় ১৯৮৫ সালের মে মাসে (জ্যৈষ্ঠ ১৩৯২ সালে)। এই গীতিআলেখ্যটির সংগ্রাহক আবদুল আজিজ আল-আমান। কবির সহকর্মী সুরেশচন্দ্র চক্রবর্তী জানিয়েছিলেন কেবলমাত্র বেতারের জন্য নজরুল এমন প্রায় একশত'র মতো গীতিআলেখ্য রচনা করেছিলেন রেকর্ড কোম্পানির জন্য। কবি পাণ্ডুলিপি থেকে উনি জানান যে কবি নিজেই এটিকে কিছু সংলাপ সহ 'মদিনা' নাটিকা নামে অভিহিত করে লিখেছিলেন "আমার 'মদিনা' নাটক"। কবি প্রথমেই এর কাহিনীটি মনে মনে স্থির করে নিয়েছিলেন তারপর গানগুলি লিখে গেছেন পরপর। পূর্বলিখিত অনেক গানও এতে স্থান পেয়েছে তবে অধিকাংশ গানই কাহিনীর পরিবেশ ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয়েছে। এর কাহিনীটি মিলনান্তক। কবি আবদুল কাদির সম্পাদিত এবং বাংলা একাডেমী প্রকাশিত 'নজরুল-রচনাবলী' ৮ম খণ্ডে (জন্মশতবর্ষ সংস্করণ, ফেব্রুয়ারি ২০১৮) মদিনা নাটকের ৪৩টি গান রয়েছে। তবে ২৮ ও ২৯ নং গানটি (আজ নিশীথে অভিসার তোমার পথে) একই হওয়ায় আমাদের লিস্টে ২৯নং গানটি বাদ দেওয়া হয়েছে। এখানে ৪২টি গান রইলো।

সূচীপত্র