মনোবীণা
এটি কবি মৃণালিনী সেন-এর প্রকাশিত চতুর্থ কাব্যগ্রন্থ যা ১৯০০ সালের ২৪ এপ্রিল (মাঘ, ১৩০৬ বঙ্গাব্দ) কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এর মুদ্রক বি.কে. চক্রবর্তী অ্যাণ্ড ব্রাদার্স। জয়ন্তী প্রেস, কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। এতে মোট ৮৭টি কবিতা রয়েছে।
সূচীপত্র
- উপহার
- অশ্রু ও হাসি
- সফল সাধনা
- ভারতের ভাগ্য
- নবোঢ়া কিশোরী
- ব্যারিষ্টার মনোমোহন ঘোষ
- গৌরাঙ্গের প্রেমের বাজার
- ভারতমাতার প্রতি
- তুমি সত্য
- উপদেশ
- বিফল জনম
- প্রেম এবং গোলাপ
- নিদাঘ-মধ্যাহ্নে চাতক পক্ষী
- অপূর্ণতা
- অদ্ভুত প্রেম-কাহিনী
- আশা
- জ্যোৎস্নার প্রতি
- অদৃশ্য মিলন
- মহারাণী স্বর্ণময়ীর প্রতি
- কবিতা-রাণী
- বর্ষায়
- মুক্তি
- মুমূর্ষুর কাহিনী
- আর একবার
- স্বদেশ- স্বদেশবাসী
- ভগ্ন হৃদয়
- এই ভিক্ষা চাহি দয়াময়
- লক্ষ্যহারা
- যবনিকা ক্ষেপণ
- লও লও সবি লও
- স্বার্থ ও নিঃস্বার্থ
- বালিকা ও বিহঙ্গম
- অভ্যর্থনা
- অভিমানী
- স্বাভাবিক ধর্ম্ম
- প্রত্যাখ্যান
- তুমি রেখো
- জ্ঞান ও স্নেহ
- মানবের ভাগ্যলিপি মানবেরি লেখা
- পথ
- নূতন রাগিণী
- মায়াবাদী উক্তি
- বিশ্বের হৃদয়-যন্ত্র
- সখা সাবধান
- প্রেমের সমাধিস্থান
- প্রবাসিনী মাতা
- সে যেন না পায় পরিত্রাণ
- ভিখারী
- এই সাধ মনে
- উঠলো তারকাকুল
- উত্তর প্রত্যুত্তর
- থাম, থাম, গেয়োনাক আর
- শান্তির নিকট হ’তে
- সিন্ধুর হৃদয় ভরা-
- অয়ি হেমলক্ তরু!
- কোন মুগ্ধা নায়িকার উক্তি
- মিলনে ও বিরহে
- মৃত্যু
- মৃত্যু-সঙ্গীত
- শ্রী শ্রী স্বামীজি ভাস্করানন্দ সরস্বতী
- যদি গো আদেশ কর
- মধুর বসন্ত চেয়ে
- সমভাবে কভু নাহি যায় চিরদিন
- আসিবে সে ফিরে
- দ্বারভাঙ্গার মহারাজা লছমীশ্বর সিংহ বাহাদুর জি, সি, এস, আই’র মৃত্যু উপলক্ষ্যে
- স্বদেশের প্রতি
- নূতন গভর্ণর জেনারল লর্ড কার্জ্জনের শুভাগমন উপলক্ষ্যে
- কত আয়োজন
- কামনা
- বিরহে
- অবিশ্বাসে
- সরমময়ী
- সংসার-আতপ-তাপে
- তুমি দেবি! বসন্ত আমার!
- অমৃত-ভিখারী আমি
- শিশুর হাসি
- যদি পারিতাম
- কাল আমি যাইব চলিয়া
- আদর্শ দর্শনে
- শুধু, রচিয়া মধুর কাহিনী
- হৃদয়বিদারক দৃশ্য
- কাশীধামে ভাস্করানন্দ স্বামীর তিরোধান
- অনেক দিন পরে
- মোহ
- মায়ের সাধ
- শেষ
- অভ্যর্থনা