মনোবীণা

( ১৯০০ )

এটি কবি মৃণালিনী সেন-এর প্রকাশিত চতুর্থ কাব্যগ্রন্থ যা ১৯০০ সালের ২৪ এপ্রিল (মাঘ, ১৩০৬ বঙ্গাব্দ) কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এর মুদ্রক বি.কে. চক্রবর্তী অ্যাণ্ড ব্রাদার্স। জয়ন্তী প্রেস, কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। এতে মোট ৮৭টি কবিতা রয়েছে।

সূচীপত্র