মুহূর্তের কবিতা

( )

"মুহূর্তের কবিতা" ফররুখ আহমদের একটি সনেট কবিতাগ্রন্থ যা ১৯৬৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন এফ আহমদ, বার্ডস এ্যাণ্ড বুকস, ফোল্ডার স্ট্রিট, ঢাকা। মুদ্রক ছিলেন এম. এ. কাদের, দি ইম্পিরিয়াল প্রেস, হাটখোলা, ঢাকা। প্রচ্ছদশিল্পী: কাইয়ুম চৌধুরী। এতে মোট ৯৩টি সনেট কবিতা রয়েছে যা শেক্সপীরিয়-পেত্রার্কীয় রীতিতে ১৮ অক্ষর চরণ মাত্রায় রচিত।

সূচীপত্র