নগর বাউল

( সাউন্ডটেক, ১৯৯৬ )

বাংলাদেশী জনপ্রিয় ব্যান্ড দল ফিলিংস -এর একটি স্টুডিও এ্যালবাম যা ১৯৯৬ সালে সাউন্ডটেকের ব্যানারে ক্যাসেট ফরম্যাটে বাজারে এসেছিলো। পরবর্তীতে একই মিউজিক লেবেল থেকে পুনরায় সিডি আকারে বাজারে ছাড়া হয়েছিলো। এ্যালবামটিতে সর্বমোট বারোটি ট্র্যাক রয়েছে যেখানে মূল কন্ঠশিল্পী ও গীটার বাদক ছিলেন ফারুক মাহফুজ আনাম জেমস, ড্রামস বাজিয়েছেন এহসান এলাহী ফান্টি, বেইজ গীটার বাজিয়েছেন আলম আওরঙ্গজেব বাবু আর কী-বোর্ড বাজিয়েছেন আসাদুজ্জামান আসাদ। আডিও আর্ট রেকর্ডিং স্টুডিওতে ট্র্যাকগুলো ধারণ করা হয়েছে যেখানে মিক্সিং ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন আজম বাবু। এ্যালবামটির কাভার ডিজাইন করেছেন নিয়াজ আহমেদ অংশু। ফিলিংস ব্যান্ড দলটি এই এ্যালবামটি উৎসর্গ করেছে তাদের শ্রোতা এবং বন্ধুদের।