নজরুল গীতিকা

( শরচ্চন্দ্র চক্রবর্তী অ্যাণ্ড সন্স, ভারত, ১৯৩০ )

এটি কবি কাজী নজরুল ইসলাম এর একটি গীতিকাব্য যা ১৯৩০ সালের ২রা সেপ্টেম্বর (১৮ই ভাদ্র, ১৩৩৭ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন কালীকৃষ্ণ চক্রবর্তী, শরচ্চন্দ্র চক্রবর্তী অ্যাণ্ড সন্স, কলকাতা। এর মুদ্রক ছিলেন মনোরঞ্জন চক্রবর্তী, কলকাতা। এ গ্রন্থে ঠুংরী, হাসির গান, গজল, ধ্রুপদ, কীর্ত্তন, বাউল, ভাটিয়ালী, টপ্পা এবং খেয়াল সহ বিভিন্ন ধরনের গান সন্নিবেশিত হয়েছে। নজরুল গীতিকা গ্রন্থের কয়েকটি গান নজরুল রচিত "বুলবুল প্রথম ও দ্বিতীয় খণ্ড" "বনগীতি", "মহুয়ার গান" "চোখের চাতক" সহ অন্য গ্রন্থেও পাওয়া যায়। গ্রন্থের প্রথমে উৎসর্গ গানটি ছাড়াও এতে মোট ১২৭টি গান রয়েছে।

সূচীপত্র