নির্ঝরিণী
এটি কবি মৃণালিনী সেন-এর একটি কাব্যগ্রন্থ যা ১৮৯৫ সালে (১৩০১ বঙ্গাব্দের ১লা জ্যৈষ্ঠ) কলকাতায় প্রথম প্রকাশিত হয়। কবি তার স্বামীদেবের স্বর্গারোহণকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। এতে প্রায় সবই বিরহের কবিতা। কাব্যগ্রন্থটি তারাগতি ভট্টাচার্য্য কলকাতার ভিক্টোরিয়া প্রেস হতে প্রকাশ করেন। ভূমিকা অংশে লিখিত কবিতাসহ এতে মোট ৫২টি কবিতা রয়েছে।
সূচীপত্র
- ভূমিকা
- দশমী নিশী
- শুকতারা
- বরিষা হৃদয়
- ভীষন যন্ত্রণা
- বাসনা
- নির্ঝর
- বুদ্ধদেব
- কোথায়!
- বিটোপীবিচ্যুতা বিশুষ্ক ব্রততী
- সেমন্তী
- মনোরমা
- যাও তুমি হাসি
- এস অশ্রু এস!
- সুখ কারে বলে?
- আমার অতীত
- ও যেন কেঁদে না চলে যায়
- প্রভাতে- এক খানি ছবি
- দুটী ফুল বা রত্ন ও শ্রুতি
- এক টুকু ঠাঁই
- মৃত্যু
- বাল্যসখীর বৈধব্য শ্রবণে
- হাসি
- আমরা সাতটী
- বালকের শোক
- একা
- চিরদিন একা নয়
- আমার হৃদয়
- পত্র
- দুর্গোৎসব
- একাদশী
- “বিধবা।”
- বিধবা কিশোরী
- সাধ
- চিনি না তবুও তোরে
- আহা! ঘুমাক্ ঘুমাক্
- যাও-
- পরপারে
- স্বপনে কি জাগরণে?
- কে সুহৃদ এ জগতে?
- বিশ্বদেবতা
- নিন্দুক
- অনন্তকালের পরিচয়
- শৈবলিনী
- বসন্তে
- অ্যানী বেসাণ্ট্
- কাঁদিয়া কাটাতে হবে
- না পাই ধরায় নাম তার
- বিশ্বপ্রেম বা কবির প্রাণের ভাষা
- ঈশ্বর
- এক্টী সঙ্গীত
- সঙ্কীর্ত্তন