নির্ঝরিণী

( ১৮৯৫ )

এটি কবি মৃণালিনী সেন-এর একটি কাব্যগ্রন্থ যা ১৮৯৫ সালে (১৩০১ বঙ্গাব্দের ১লা জ্যৈষ্ঠ) কলকাতায় প্রথম প্রকাশিত হয়। কবি তার স্বামীদেবের স্বর্গারোহণকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। এতে প্রায় সবই বিরহের কবিতা। কাব্যগ্রন্থটি তারাগতি ভট্টাচার্য্য কলকাতার ভিক্টোরিয়া প্রেস হতে প্রকাশ করেন। ভূমিকা অংশে লিখিত কবিতাসহ এতে মোট ৫২টি কবিতা রয়েছে।

সূচীপত্র