নীতিকথা

এটি নারায়ণচন্দ্র বিদ্যারত্ন-এর একটি কাব্যগ্রন্থ যা ১৮৯৬ সালের ১ জানুয়ারি মাসে কলকাতায় কলিকাতা লাইব্রেরি হতে প্রথম প্রকাশিত হয়। কবিতাগুলো উপদেশ ও নীতিকথামূলক। এতে মোট ২৯টি কবিতা রয়েছে।