নৈবেদ্য

এটি রবীন্দ্রনাথ ঠাকুর-এর একটি কাব্যগ্রন্থ যা ১৯০১ সালে (আষাঢ় ১৩০৮ বঙ্গাব্দে) মাসে কলকাতায় শ্রীগৌরাঙ্গ প্রেস থেকে প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীপুলিনবিহারী সেন এবং মুদ্রাকর ছিলেন শ্রী প্রভাতচন্দ্র রায়। গ্রন্থে কোনো কবিতার শিরোনাম না দিয়ে সংখ্যার ক্রমান্বয়ে সাজানো হয়েছে। তাই প্রতিটি কবিতার প্রথম লাইনকে শিরোনাম হিসেবে ধরে এখানে প্রকাশ করা হলো। এতে মোট ১০০ টি কবিতা রয়েছে।

সূচীপত্র