ও চিরপ্রণম্য অগ্নি
এটি কবি শক্তি চট্টোপাধ্যায়-এর একটি কাব্যগ্রন্থ যা ১৯৮৫ সালে কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এতে মোট ৩৭টি কবিতা রয়েছে।
সূচীপত্র
- জন্মদিনে
- পড়ন্ত বিকেলে
- কেবল মানুষই পারে
- তোমাকে পীড়িত করা
- শরীরের সার অঙ্গ
- ও চিরপ্রণম্য অগ্নি
- ফুলের মতো সহজ
- শিকড়বাকড়
- কী হয়েছে
- স্মরণীয়
- দিনের পিছনে দিন যায়
- ছড়িয়ে রইলে
- লিচু চোর
- দেখা
- সন্ধ্যায়
- দুই কিশোর কর ছোঁয়ায়
- দেবদারু
- কারাগার
- হেমন্তে উৎসবে
- দুহাত দিয়ে
- কে যেন কিছু
- সাঁকো
- আজ বাতাসে
- অল্পস্বল্প
- অজিতেশ
- পারলে হারে
- ছিন্নবিচ্ছিন্ন
- দিন ফুরোলো
- কলকাতায়, ভোরে
- আবার পুরবী
- বধ্যভূমিতে
- একটি দুটি ধাপ
- একটি হরিণছানাই তুমি চাইতে পারতে
- শাদা পাতা
- যৌবনের জ্বালা ছিল
- অবলম্বনের মতো প্রেম
- সুখে আছি ১৩৯০