অসময়ের গান
বাংলাদেশী ব্যান্ডদল সোলস এর একটি স্টুডিও এ্যালবাম। ১৯৯৭ সালে সাউন্ডটেকের ব্যানারে রিলিজ হওয়া এই এ্যালবামটিতে সর্বমোট বারোটি ট্র্যাক রয়েছে। সাউন্ড গার্ডেনে ধারনকৃত এই এ্যালবামটির রেকর্ডিং টেকনিশিয়ান হিসেবে ছিলেন চারু ও আসাদ এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন ইমরান ও এম. আর. চৌধুরী। কাভার ডিজাইন করেছেন রেহমান আরিফ।
![](/uploads/source/1997-oshomoyer-gaan.webp)