পালা-বদল

( ১৯৫৫ )

এটি অমীয় চক্রবর্তী-এর একটি কাব্যগ্রন্থ যা ১৯৫৫ সালের জুলাই মাসে (শ্রাবণ, ১৩৬২ বঙ্গাব্দ) কলকাতায় প্রথম প্রকাশিত হয়। এর প্রকাশক ছিলেন শ্রীসৌরেন্দ্রনাথ বসু এবং প্রচ্ছদে ছিলেন শ্রীরণেন মুখোপাধ্যায় । বইটির মুদ্রক ছিলেন মুদ্রক শ্রীগোপালচন্দ্র রায়। কবি বইটি উৎসর্গ করেছেন ‘চিরন্তন বাংলা দেশকে’। এতে মোট ৩৮টি কবিতা রয়েছে।