পাণ্ডুলিপির কবিতা-৬
"পাণ্ডুলিপির কবিতা-৬" কবি জীবনানন্দ দাশ এর একটি কাব্যগ্রন্থ যা ২০০৮ সালে প্রকাশিত হয়। এটি সম্পাদনা করেছেন ভূমেন্দ্র গুহ ও গৌতম মিত্র এবং প্রকাশক ছিলেন প্রিয়ব্রত দেব। কবির মৃত্যুর পর ১৯৫৮ সালে সম্পাদক ভূমেন্দ্র গুহ কবির বাড়ি থেকে ট্রাঙ্ক ভর্তি কিছু পাণ্ডুলিপি তার বাসায় নিয়ে সংগ্রহে রাখেন যেখানে ১৪টি পাণ্ডুলিপি ছিলো এবং ১৯৯৪ সালে কবির মৃত্যুর প্রায় ৫০ বছর পর কবির কন্যা মঞ্জুশ্রীর কাছ থেকে পাওয়া ৪৮টি কবিতার খাতার সমন্বয়ে জীবনানন্দের অপ্রকাশিত সব কবিতা সংগ্রহ করে মোট ১৪টি 'পাণ্ডুলিপির কবিতা' নামের কবিতাগ্রন্থ সম্পাদনা করেন। এটি কবিতাগ্রন্থ হিসেবে প্রকাশিত সেসব পাণ্ডুলিপির ৬ষ্ঠ কবিতাগ্রন্থ যেখানে মোট ৬৮টি কবিতা রয়েছে।
সূচীপত্র
- বিশ বছর আগে
- দাঁড়িয়ে রয়েছ তুমি
- পাপ-স্বীকার (বেকার)
- আহা, বালিকা
- বালিশে ঘুমের মাথা
- এই তো সে-দিন
- হাজার-হাজার বছর
- হে কৃষকবালিকা
- পীত প্রাণীদের গান
- আমি জানি
- হে মনীষীর ভিড়
- মাধুরী সেন
- যেখানে সারঙ্গ বাজে
- অমলা
- বহু দিন পরিচিত
- দেহের রহস্য থেকে
- আর এক বার
- এখন দুপুর রাত
- শান্তি চাই
- শস্যখেতের উর্বশী
- চেয়ে দেখ
- তার পর সেই মৃতা
- দিন শেষ হয়ে গেল
- প্রেমিক হৃদয়
- চৈত্রের দুপুর
- সান্যাল
- মোমের প্রদীপ জ্বেলে
- ডাইনোসরের মতো প্রকাণ্ড
- শালিখ
- বেলুনের মতো আমি
- পুরোনো দিনের ভূত
- প্রকৃতি শুধায় ডেকে
- উপনিষদের ঋষি
- নবতর ভিড় আসে
- আমি এক স্থবিরেরে চিনি
- আহা, সেই সব দিন
- ছেড়া পকেটের থেকে
- নির্জন কলম নিয়ে
- শহরে বিকেল হলে
- গভীর শীতের রাতে
- এই চাই
- কোনও দিন জোনাকিরা
- পাখির ডানার মতো
- মধ্যরাতে ক্লান্ত হয়ে
- সময়
- অনেক গভীর বই প’ড়ে
- যেইখানে বৎসরেরা
- অনেক মাথার ঘাম পায়ে ফেলে
- এখানে ভোরের রৌদ্রে
- দানবীর স্তন
- স্টিমের জাহাজ
- ইঁদুরের মতো যারা
- মাঝসমুদ্রের জলে
- কোনও দিকে মেঘ নাই
- এইখানে প্রভাতের রৌদ্রে
- তবুও যখন মৃত্যু হবে উপস্থিত
- অন্ধকার রজনীতে
- সময়ের স্তর
- রাতের বাতাস যেন
- সিঁড়ির উপরে
- আমরাও পাখি হয়ে
- ঢের দীর্ঘ পথ যেন
- মনে হয় এ-প্রভাত
- নিশীথের বাতাস
- প্রকৃতির গুপ্তচর
- কাঠুরিয়ার হাতে
- আমরা দেহের দাম দিতে পারি
- সময় ঘুরিতে আছে যেন