প্রেমসাগর পল্লীগীতি প্রথম খণ্ড

এটি বাউল গানের 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহ রচিত গীতিকাব্য যা ১৯৫০ সালে প্রকাশিত হয়। এর প্রকাশক মোঃ আলম শরীফ, দরগাহ-ই-দুর্বিন টিল্লা, ছাতক, সুনামগঞ্জ। মুদ্রণে কলি আর্ট প্রেস, বেবীস্ট্যাণ্ড, ছাতক, সুনামগঞ্জ। একমাত্র পরিবেশক আল হেলাল লাইব্রেরী, ছাতক সুনামগঞ্জ। এই গ্রন্থটিতে সংকলিত গানগুলোর মধ্যে হামদ, নাত, নিগূঢ়তত্ত্ব, দেহতত্ত্ব, পারঘাট, মুর্শিদি, লোকগীতি, বিরহ, সাক্ষাৎ, ভাটিয়ালি, দূতি সংবাদ, বিচ্ছেদ পর্যায়ভুক্ত গান রয়েছে। প্রতিটি গানের প্রথম পঙ্‌তি দিয়ে গানের শিরোনাম করা হয়েছে। গ্রন্থটিতে মোট ৫৪টি গানের কথা উল্যেখ থাকলেও সূচীপত্রে মোট গানের সংখ্যা ৫৬টি।

সূচীপত্র