প্রেমসাগর পল্লীগীতি প্রথম খণ্ড
এটি বাউল গানের 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহ রচিত গীতিকাব্য যা ১৯৫০ সালে প্রকাশিত হয়। এর প্রকাশক মোঃ আলম শরীফ, দরগাহ-ই-দুর্বিন টিল্লা, ছাতক, সুনামগঞ্জ। মুদ্রণে কলি আর্ট প্রেস, বেবীস্ট্যাণ্ড, ছাতক, সুনামগঞ্জ। একমাত্র পরিবেশক আল হেলাল লাইব্রেরী, ছাতক সুনামগঞ্জ। এই গ্রন্থটিতে সংকলিত গানগুলোর মধ্যে হামদ, নাত, নিগূঢ়তত্ত্ব, দেহতত্ত্ব, পারঘাট, মুর্শিদি, লোকগীতি, বিরহ, সাক্ষাৎ, ভাটিয়ালি, দূতি সংবাদ, বিচ্ছেদ পর্যায়ভুক্ত গান রয়েছে। প্রতিটি গানের প্রথম পঙ্তি দিয়ে গানের শিরোনাম করা হয়েছে। গ্রন্থটিতে মোট ৫৪টি গানের কথা উল্যেখ থাকলেও সূচীপত্রে মোট গানের সংখ্যা ৫৬টি।
সূচীপত্র
- খোদার পাক দরগাতে
- বরগুজিদা নবি পরে
- নুর মোহাম্মদ ছাল্লিআলা
- নবির গুণ আর বলব কারে
- কাবার পাশে রঙিন বেশে
- হাবিব উল্লা যাহার নামটি
- মোহাম্মদ রাসুলুল্লা নায়েবে
- আমায় নিয়া চল তোরা ওই না আরব দেশে
- কুদরতেতে করিম সোবাহান
- এ বিশ্ব জুড়ে প্রতি ঘরে তবু
- নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
- মালিক সাঁই নিরঞ্জন খোদা
- এই দেহ স্টিমার
- প্রেমবাগানে সই
- প্রেমের গাছে ফুল ধরেছে
- না জানিয়া ডুব দিও না
- যখন নদী হয় উতলা
- বলি তোরে খুব হুঁশিয়ারে
- তওবা করো বারেবার
- পিরের পদে মজো
- একদিন আসবে পরকাল
- আর আইসো না মহরমের চান
- কী আগুন জ্বালাইল বিধাতায়
- শাহান শাহ নাম চিস্তিয়া
- গরিব নেওয়াজ নামটি
- কী সুন্দর এক নুরের বাতি
- দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
- মনের মতো প্রেমিক যদি পাই
- বন্ধু রে তুই নিষ্ঠুর পাষাণ
- প্রাণে কী আগুন জ্বালালে
- কাজল বরণ পাখি
- প্রাণবন্ধু রে
- কাইন্দ না রাই কমলিনী
- প্রেম করে হারাইলাম কুলমান
- যাব আমি কালার সন্ধানে
- শ্যাম কি তুই গৃহে যাবে না
- কাইন্দ না রাই পাগল হইয়া
- রাই কেন তুই হইলে এমন
- যাব সখি হইয়া বিদায়
- পরে কি আর জানে গো বেদন
- দুঃখ বিনে আর সুখ হইল না
- প্রেমজ্বালা সহিব কতদিন
- আর কতদিন রাখব যৌবন
- সুখের নিশি গেল ফুরাইয়া
- বাঁশির ডাক শুনিলাম কর্ণে
- বাঁশি কোন বনে বাজায়
- ওই যমুনায় কী রূপ হেরিলাম
- প্রাণসখি আমায় বলো গো
- মোহন গান গাইয়া
- নীল সাগরের ধারে ধারে, যাও কে নৌকা বাইয়া
- গহিন গাঙ্গের উজান পারে বেন্ধেছ কে ঘর
- ও মন মাঝি রে
- কান্দ কে গো নদীরও কূলে
- যাইও না রাই জল আনিতে
- নিমাই কেন হলে তুই সন্ন্যাসী
- মাগো, তোর নিষেধ মানব না