প্রেমসাগর পল্লীগীতি দ্বিতীয় খণ্ড
এটি বাউল গানের 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহ রচিত গীতিকাব্য যা ১৯৫০ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থটিতে সংকলিত গানগুলোর সুর হচ্ছে এই গ্রন্থটিতে সংকলিত গানগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো আল্লাহ স্মরণে, নবি স্মরণে, সাধনতত্ত্ব, দেহতত্ত্ব, কামতত্ত্ব, প্রেমতত্ত্ব, শ্যামবিচ্ছেদ, রাইবিচ্ছেদ, বিরহ আক্ষেপ, সখির সনে রাধার উক্তি, কোকিল সংবাদ, গোষ্ঠ, ভাটিয়ালি, কারবালা স্মরণে এবং শেষ গানটি বিবিধ। এর মুদ্রণে ছিলো কলি আর্ট প্রেস, বেবীস্ট্যাণ্ড, ছাতক, সুনামগঞ্জ, বাংলাদেশ। একমাত্র পরিবেশক আল হেলাল লাইব্রেরী, ছাতক, সুনামগঞ্জ। প্রতিটি গানের প্রথম পঙ্তি দিয়ে গানের শিরোনাম করা হয়েছে। গ্রন্থটিতে মোট ৪৫টি গান রয়েছে।
সূচীপত্র
- আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- বিশ্বপতি খোদা তোমার
- নিখিল ব্রাহ্মাণ্ডে প্রতি দেহ ভাণ্ডে
- প্রভু নিরঞ্জন কেমনেতে পাব শ্রীচরণ
- তুমি আমার কুদ্রতে কামাল
- খোদা তুমি কুদরতে করিম
- আলিমুল গাইব খোদা
- দোজাহানের কর্তা যিনি নুর নবি আমার
- ইয়া মোহাম্মদ ইয়া রসুল ইয়া রসুল
- লা-ইলাহার বাগানেতে
- যাই চলো যাই সোনার মদিনা, মদিনা গো
- ধরলে না অধরারে, ওরে পাগল
- কী সুন্দর চালাইল তরি
- স্টিমারে কী আজব কল
- ডুবল জগৎ কাম নদীতে
- নতুন গাঙে প্রেম তরঙ্গে
- পিরিতি কি গাছের গোটা
- রাধে গো তোর চরণে বিনয়
- পূর্বের কথা ওগো রাধে
- যে আমায় করিল সারা
- যায় চলে সুখের বসন্ত
- প্রাণী যাবে শ্যাম পিরিতের জ্বরে গো
- বুক ভরা দুঃখ অন্তরায় রহিল
- বন্ধু যদি হইত নদীর জল
- কাল প্রেমে হলো না সুরিত
- হায় রে বন্ধু
- কই গো রাধার মনচোর
- কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
- সহে না মোর প্রাণে গো
- পিরিতে করিল দেশান্তরী
- বুক চিরে দুখ কারে বা দেখাব
- তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে
- লোকে মন্দ বলে রে অবলা রাধারে
- কার কাছে জানাব মনের দুঃখরে তুমি বিনে
- প্রেম করে করিলে আমায় দোষী রে, ও বিদেশি
- সখি হায় গো, এমন দরদি নাই সংসারে
- আমি ফুল তুলিয়া সাজাইলাম শয্যা গো
- ও কোকিল তোর সুরে কাঁদে প্রাণি
- তমালডালে বসে কোকিলা
- আয় রে গোষ্ঠে যাবেনি কানাই
- ওই দেখো শ্যাম
- যে যাবে গো কালো যমুনায়
- আরে ও আমার সেই বিদেশি নাও
- হায় দুঃখ উঠে জ্বলিয়া
- আরে ও আমার কৃষক চাষি ভাই