প্রেমসাগর পল্লীগীতি তৃতীয় খণ্ড
এটি বাউল গানের 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহ রচিত গীতিকাব্য যা ১৯৬৮ সালে প্রকাশিত হয়। এটিও পরবর্তীকালে একাধিকবার মুদ্রিত হয়। সর্বশেষ ২০০০ সালে দুর্বিন শাহ’র ছেলে মো. তনয় শরীফ আলম বইটির চতুর্থ সংস্করণ হিসেবে প্রকাশ করেছেন। বইটির প্রকাশক মো. শরীফ আলম। মুদ্রক কলি আর্ট প্রেস, বেবীস্ট্যাণ্ড, ছাতক, সুনামগঞ্জ, বাংলাদেশ। এর সর্বস্বত্ব গ্রন্থকারের। এই খণ্ডে হামদ, নাত, দেহতত্ত্ব, ভাটিয়ালি ও বিচ্ছেদ পর্যায়ের ৪৭টি গান সংকলিত হয়েছে। প্রতিটি গানের প্রথম পঙ্তি দিয়ে গানের শিরোনাম করা হয়েছে।
সূচীপত্র
- আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- কোথায় সেজন, জানে কোন জন
- আমি তোমায় চিনতে গিয়া
- নবি আমার আশকেরই তরি, আহা মরি
- নবিজি, নবিজি, নবিজি
- এ বিশ্ববাসী পাপতাপনাশী
- হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া
- কইতে দুঃখে হৃদয় ফাটে
- আছে নিরাকারে খোদা
- দেহতরি কলের ঘোড়া
- দেহজমি পতিত রইল
- চল হস্তী ধরা ও মন
- যদি যাবে সাধন পথে
- কামনদীতে ডুব দিয়া
- আয় কে যাবে মারফতের বাজারও
- দেশে যাইবার সাড়া হলো
- হবে তব শেষ বিয়া
- অতি আদরের বউ
- প্রেম জিনিসটা কঠিন বিষয়
- তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়
- কেন রে বন্ধু
- বন্ধু রে তোর কঠিন হিয়া
- তুই যদি হইতে গলের মালা
- ওরে প্রাণকান্ত
- নিরলে বসিয়া কাঁদি
- বুক ভরা দুঃখ লইয়া
- আর কতদিন থাকিব সহিয়া রে
- ও নিদয়া হইয়াছ রে বন্ধু
- কত সুখ পাইয়াছ রে বন্ধু
- শ্যাম যদি হইত পোষা পাখি, প্রাণসখি
- প্রেমশেল বিন্ধিল কলিজায়
- শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া
- কামসাগরে অতি জোরে চলছে যৌবনধারা
- প্রেমের ছায়ায় ঘর বাঁধিয়া থাকবে কতদিন
- কার পরানের পাখি তুমি রে
- কার মুখ চাইয়া থাকি একা ঘরে গো
- কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী
- সুখের নিশি যায় আমার
- কাঁদি যার কারণে গো সখি তারে পাই কেমনে
- কাঁদি একা রাই গো সখি, কালনিশি জাগিয়া
- আমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী
- বিদেশি পুরুষ হায় রে তুলে কত যোশ
- ওরে সুজন নাইয়া
- বন্ধুর দেশের নাইয়া রে
- কে লো রূপসী কাঁখে নিয়া কলসি
- রূপের কন্যা লো