প্রেমসাগর পল্লীগীতি তৃতীয় খণ্ড

( ১৯৬৮ )

এটি বাউল গানের 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহ রচিত গীতিকাব্য যা ১৯৬৮ সালে প্রকাশিত হয়। এটিও পরবর্তীকালে একাধিকবার মুদ্রিত হয়। সর্বশেষ ২০০০ সালে দুর্বিন শাহ’র ছেলে মো. তনয় শরীফ আলম বইটির চতুর্থ সংস্করণ হিসেবে প্রকাশ করেছেন। বইটির প্রকাশক মো. শরীফ আলম। মুদ্রক কলি আর্ট প্রেস, বেবীস্ট্যাণ্ড, ছাতক, সুনামগঞ্জ, বাংলাদেশ। এর সর্বস্বত্ব গ্রন্থকারের। এই খণ্ডে হামদ, নাত, দেহতত্ত্ব, ভাটিয়ালি ও বিচ্ছেদ পর্যায়ের ৪৭টি গান সংকলিত হয়েছে। প্রতিটি গানের প্রথম পঙ্‌তি দিয়ে গানের শিরোনাম করা হয়েছে।

সূচীপত্র