প্রেমসাগর পল্লীগীতি চতুর্থ খণ্ড
এটি বাউল গানের 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহ রচিত গীতিকাব্য যা ১৯৬৮ সালে প্রকাশিত হয়। সর্বেশেষ ২০০০ সালে দুর্বিন শাহ এর পুত্র মো. আলম শরীফ চতুর্থ সংস্করণ প্রকাশ করেছেন। গ্রন্থটিতে হামদ ও নাত, নিগূঢ়তত্ত্ব, দেহতত্ত্ব, কামতত্ত্ব, পারঘাটাতত্ত্ব, মারফততত্ত্ব, বিরহতত্ত্ব, সাক্ষাৎ, বিচ্ছেদ ও ভাটিয়ালি পর্যায়ের ৫৫টি গান মুদ্রিত হয়েছে। প্রতিটি গানের প্রথম পঙ্তি দিয়ে গানের শিরোনাম করা হয়েছে।
সূচীপত্র
- প্রভু গো, তুমি দয়াময়
- কৃপাসিন্ধু দীনবন্ধু
- ওহে প্রভু বিশ্বপতি
- মন কান্দে রে, দিল কান্দে রে
- সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
- নুরে আলা নুরে নবি সাফিয়ুল মুজনবি
- ইয়া মোহাম্মদ ছারওয়ারে আলম
- আমায় আমি চিনতে গেলে
- আমার নৌকায় তুমি মাঝি
- ঘর বানাইলো রে মালিক মেস্তরি
- অটোমেটিক কলের মেশিন
- যদি দেহ রাজ্যের ইলেকশনে
- আসিয়া ভবের বাজারে
- কামিনী সাপিনী জাতি
- মনটা কেন উড়ে পুবালিয়া ঝড়ে রে
- অকূলও দরিয়ারে মাঝি
- ভাঙা তরি লইয়া রে
- ত্রিবেণীয়ার গাঙে
- অকূল নদীর পারে রে
- ও মন বলি তোমায়
- জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে
- জন্মে জন্মে অপরাধী
- বন্ধু নিবেদি চরণে
- আমি যদি যাই মরিয়া রে
- কী সুখ পাইলে আমারে ভুলিয়া
- আইলে না রে বন্ধু, আইলে না রে
- তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া
- নিষ্ঠুর বন্ধুয়া রে
- বন্ধু রে আর কত কাঁদাবে
- ছাড়িয়া যাইও না বন্ধু রে
- প্রেমরোগে পাইল
- আমি নারী কপালপোড়া
- আমার অন্তরায়, আমার কলিজায়
- গুণের ননদ লো- গুণের ননদ লো
- নবযৌবন কালবসন্ত
- কেমনে রহিব ঘরে বন্ধু বিনে একা
- সখি রে-
- শোনো গো ললিতা সখি
- শ্যাম পিরিতে এত জ্বালা গো
- বন্ধু তো আইল না গো সখি
- সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়
- সখি গো-
- ও সই গো
- কোকিলা রে-
- কাল হলো যামিনী রে
- রাধার মন্দিরে উদয় গো সখি
- সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি
- উদয় হইল ভানুরে, কানাই উঠো রে জাগিয়া
- নির্জন যমুনার কূলে
- অচিন দেশের মাঝি ভাই
- ও আমার ভাটিয়ালি গাঙের পানি
- ও মন মাঝি রে
- বেলা শেষে একা বসে কান্দি যার লাগিয়া
- কন্যা লো
- তুই আমারে করলে দেশান্তরী গো রাইকিশোরী