প্রেমসাগর পল্লীগীতি চতুর্থ খণ্ড

( ১৯৬৮ )

এটি বাউল গানের 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহ রচিত গীতিকাব্য যা ১৯৬৮ সালে প্রকাশিত হয়। সর্বেশেষ ২০০০ সালে দুর্বিন শাহ এর পুত্র মো. আলম শরীফ চতুর্থ সংস্করণ প্রকাশ করেছেন। গ্রন্থটিতে হামদ ও নাত, নিগূঢ়তত্ত্ব, দেহতত্ত্ব, কামতত্ত্ব, পারঘাটাতত্ত্ব, মারফততত্ত্ব, বিরহতত্ত্ব, সাক্ষাৎ, বিচ্ছেদ ও ভাটিয়ালি পর্যায়ের ৫৫টি গান মুদ্রিত হয়েছে। প্রতিটি গানের প্রথম পঙ্‌তি দিয়ে গানের শিরোনাম করা হয়েছে।

সূচীপত্র